পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ০৫:৫৭ পিএম


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
ছবি: সংগৃহীত

চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা এই সফরকে নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে পাকিস্তান সিরিজে খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সবুজ সংকেত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী আগামি ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাক-ভারত সংঘাতের জেরে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ সপ্তাহখানেক পিছিয়ে দেওয়া হয়। যে কারণে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরও পড়ে অনিশ্চয়তার মুখে।  

এবার পাকিস্তান সিরিজে আলোর দেখা মিলেছে। পাকিস্তান সিরিজে খেলতে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে অনুমতির কাগজ এখনো বিসিবিতে আসেনি। এমন তথ্যই জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। 

বিজ্ঞাপন

ইফতেখার মিঠু বলেন, সরকারের পক্ষ থেকে কাগজ আসলে প্লেয়ারদের কাছে জিজ্ঞেস করবে বোর্ড। ক্রিকেটারদের পাকিস্তানে যেতে আপত্তি না থাকলে নির্ধারিত সময়েই সিরিজটি হবে বলেও জানিয়েছেন তিনি। 

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন এবং বিসিবির সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। সেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে ২৭ মে। ২৯ মে এবং ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের দুই ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে সব ম্যাচ। সেই সাথে প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও।

আরও পড়ুন

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে। সিরিজের প্রথম ম্যাচ ১৭ মে মাঠে গড়াবে। এই সিরিজ শেষ করে সরাসরি পাকিস্তানে যাওয়ার কথা ছিল লিটনদের।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission