পুরনো রূপে ফিরলেন ডি ভিলিয়ার্স, ৪১ বলে সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০১:০৭ পিএম


পুরনো রূপে ফিরলেন ডি ভিলিয়ার্স, ৪১ বলে সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তারপরও নিজেকে ভুলে যাননি তিনি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ৪১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মারকুটে ব্যাটার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ জুলাই) লেস্টারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে এক বিধ্বংসী ইনিংস খেলেন এবিডি। শেষ পর্যন্ত ৫১ বলে ১১৬ রানে অপরাজিত থাকেন। মারেন ১৫টি চার এবং সাতটি ছক্কা।

আরও পড়ুন

এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেটে ১৫২ রান তোলে ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৩ বলে ৩৯ রান করেন ফিল মাস্টার্ড। ১৬ বলে ২৪ রান করেন সামিট প্যাটেল। ১৪ বলে ২০ রান করেন ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স তথা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক অধিনায়ক ইয়ন মর্গান। 

দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্সের হয়ে দুটি করে উইকেট নেন ওয়েন পার্নেল এবং ইমরান তাহির।

বিজ্ঞাপন

জবাবে দিতে নেমে ১০ উইকেট হাতে থাকতেই ১২.২ ওভারে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলা ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। মারেন চারটি চার। সেখানে এবিডি একাই ১১৬ রান করেন। 

বিজ্ঞাপন

এই বিধ্বংসী ইনিংসের সুবাদে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্সের অধিনায়ক ডি ভিলিয়ার্স। তিনি জানান, লেস্টারে বলটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলেন। আর প্রতিটি বলই আগ্রাসীভাবে খেলার চেষ্টা করছিলেন। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission