এশিয়া কাপের মধ্যে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি, বাড়ছে ভেন্যু 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৫:১৫ পিএম


এশিয়া কাপের মধ্যে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি, বাড়ছে ভেন্যু 
ছবি: সংগৃহীত

সবঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। আর এই টুর্নামেন্টের মধ্যেই এনসিএল টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা ভাবছে ক্রিকেট বোর্ড। তবে গত আসরের চেয়েও বেশি এবার জাঁকজমকপূর্ণভাবে আসর আয়োজন করতে চায় বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবির সূত্র বলছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় আসর। টুর্নামেন্টটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত। গতবারের মতো এবারও টুর্নামেন্টে ৮টি দল হওয়ার কথা রয়েছে।

গতবার কেবল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হলেও এবার তার সঙ্গে আরও দুটি ভেন্যু বাড়ছে। অর্থাৎ মোট ৩টি স্টেডিয়ামে হবে এনসিএলের খেলা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মূলত, বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর দেশের প্রায় সব ভেন্যুকে কাজে লাগিয়ে ক্রিকেটকে সর্বত্র ছড়িয়ে দেয়ার কথা বলেছিলেন। সেই ভাবনা থেকেই এবার এনসিএলেও ভেন্যু বাড়াচ্ছে বিসিবি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে নান্নু বলেন, গতবার তো খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। এটি নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১০ সালে প্রথমবার আয়োজিত হওয়ার পর প্রায় ১৪ বছর ধরে বন্ধ ছিল এনসিএল টি-টোয়েন্টি। টি-টোয়েন্টিতে পাইপলাইন সমৃদ্ধ করার তাড়না থেকে গত বছর আবারও ফিরে আসে ঘরোয়া টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission