নানা নাটকীয়তার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের। সবঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্টটি। এটি সরাসরি সম্প্রচার করবে ভারতের সনি স্পোর্টস নেটওয়ার্ক। ইতোমধ্যে টুর্নামেন্টটির ব্র্যান্ডিংয়ের জন্য একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
যেখানে বাংলাদেশি পোস্টারবয় সাকিব আল হাসানকে সবচেয়ে বড় স্টার হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এশিয়া কাপে খেলার সুযোগ নেই সাকিবের। তারপরও লাল-সবুজের সবচেয়ে বড় তারকাকে ব্র্যান্ডিংয়ের ভিডিওতে রেখেছে সনি স্পোর্টস ।
ভিডিওতে দেখানো হয় সাকিব আল হাসানের ব্যাট হাতে প্রস্তুত হওয়ার ক্লিপ। আর তাতে বলা হয়, সবচেয়ে বড় স্টার। সাকিবের সাথে দেখানো হয় ভারতের শুবমান গিল, আফগান অলরাউন্ডার রাশিদ খান, পেসার জাসপ্রীত বুমরাহকে। সাকিব ছাড়া বিজ্ঞাপনের কভারে ছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সাকিব আল হাসান। ১২৯ টি-টোয়েন্টিতে ১২৭ ইনিংসে ২৫৫১ রান, গড় ২৩.১৯ এবং স্ট্রাইকরেট ১২১.১৮। বোলিংয়ে ১২৬ ইনিংসে পেয়েছেন ১৪৯ উইকেট। ৬.৮১ ইকোনমি রেটে বোলিং গড় ২০.৯১ ও স্ট্রাইক রেট ১৮.৪। ২০ রানে ৫ উইকেট ইনিংসে সেরা বোলিং।
এবারের এশিয়া কাপ টুর্নামেন্টে ৮ দল অংশ নিচ্ছে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে। ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে নিয়ে তৈরি করা হয়েছে গ্রুপ ‘এ’।
৯ সেপ্টম্বর টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। লিটন দাসের দল পরের ম্যাচটি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, ১৩ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৬ তারিখ, আফগানিস্তানের বিরুদ্ধে।
আরটিভি/এসআর