রাসেলের ব্যাট দিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন টিম ডেভিড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৮:২৮ পিএম


টিম ডেভিড
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ইতিহাসে এক অনন্য কীর্তি গড়লেন হার্ডহিটার ব্যাটার টিম ডেভিড।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই দুর্দান্ত ইনিংসটি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলের উপহার দেওয়া ব্যাট ব্যবহার করে। দীর্ঘ এক বছর সেই ব্যাটটি নিজের সঙ্গে রাখার পর অবশেষে ম্যাচে ব্যবহারের সিদ্ধান্ত নেন ডেভিড—আর তাতেই বাজিমাত।

বিজ্ঞাপন

মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি করে ভেঙে দেন মার্কাস স্টয়নিস ও ট্রাভিস হেডের যৌথভাবে গড়া ১৭ বলের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। আর পুরো ইনিংসে ৩৭ বলে শতক পূর্ণ করে পিছনে ফেলেছেন জশ ইংলিসের করা ৪৩ বলের সেঞ্চুরিকেও, যা তিনি করেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে।

টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করেই ২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে যায় অস্ট্রেলিয়া। ইনিংস শেষে ডেভিড ছিলেন সকল আলোচনার কেন্দ্রবিন্দু।

ম্যাচ শেষে নিজের ব্যাটিং এবং ব্যাটের গল্প বলতে গিয়ে ডেভিড বলেন, আমি আন্দ্রে রাসেলের ব্যাট প্রায় এক বছর ধরে সঙ্গে নিয়ে ঘুরছি। মনে হলো, এবারই সেটা ব্যবহার করার সেরা সময়। অনেকদিন ধরে পাওয়ার হিটিং নিয়ে কাজ করছি, এখন মনোযোগ দিচ্ছি শট বাছাইয়ে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছি, শরীরও ভালো আছে। একদমই ভাবিনি অস্ট্রেলিয়ার হয়ে শতক পাবো। উইকেট ভালো ছিল, বাউন্ডারিগুলোও ছোট—তাই নিজের শক্তির ওপর ভরসা রাখতে হয়েছে।

বিজ্ঞাপন

ডেভিড জানান, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতাও তার পারফরম্যান্সে বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন,ওয়ার্নার পার্কে ব্যাটিং করাটা সবসময় উপভোগ্য। সিপিএলে এখানকার অভিজ্ঞতা আজ কাজে দিয়েছে।

এই ইনিংস প্রমাণ করে, অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে ‘ফিনিশার’ হিসেবে ডেভিডের নাম আরও জোরালোভাবে উচ্চারিত হবে। ব্যাটে রাসেলের ছোঁয়া থাকলেও স্টেজটা ছিল একান্তই ডেভিডের।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার এই জয়ের পর ক্রিকেটবিশ্বে ফের আলোচনায় এলেন টিম ডেভিড—এইবার নিজ দেশের জার্সিতেই।

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission