বাংলাদেশ সুযোগ করে দেয়ায় জিতেছে পাকিস্তান, সাবেক তারকার বিস্ফোরক মন্তব্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৫:২৩ পিএম


কামরান আকমল
ছবি: সংগৃহীত

সিরিজের শেষ ম্যাচে জয় পেলেও পাকিস্তানের এই জয়কে স্বাভাবিকভাবে নিচ্ছেন না দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটার কামরান আকমল। বরং তার দাবি, শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশই পাকিস্তানকে জয়ের সুযোগ করে দিয়েছে।

বিজ্ঞাপন

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বিশ্লেষণে আকমল বলেন, তৃতীয় টি-টোয়েন্টি পাকিস্তান জিতেছে ঠিকই, কিন্তু আমার মতে বাংলাদেশই ওদের জেতার সুযোগ করে দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে তারা দাপট দেখিয়েছে, তাতে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে। কিন্তু মনে হচ্ছে, বাংলাদেশ ভেবেছে তাদের উদ্দেশ্য পূর্ণ হয়েছে, এখন একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের সুযোগ দেয়া যাক।

তৃতীয় ম্যাচে টাইগাররা একাধিক পরিবর্তন এনে মূল কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেয়। সেই সুযোগেই সফরকারীরা সিরিজের একমাত্র জয় তুলে নেয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলের রোটেশন নীতিরও তীব্র সমালোচনা করেছেন আকমল। তিনি বলেন, প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ রোটেশন পলিসি অনুসরণ করেছে। এটা পাকিস্তানের বিপক্ষে, যারা একসময় বিশ্বচ্যাম্পিয়ন ছিল। অথচ এখন এমনভাবে ট্রিট করা হচ্ছে, যেন তারা আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডস! এটা অত্যন্ত লজ্জার।

পাকিস্তানের একাদশ নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক তারকা। তার মতে, শুরু থেকেই লেফট-রাইট হ্যান্ড কম্বিনেশন রাখা উচিত ছিল। ফখর জামান ও সাইম আয়ুবকে একসঙ্গে খেলিয়ে আপনি বাংলাদেশের স্পিনারদের সুবিধা করে দিয়েছেন। শাহিবজাদা ফারহান থাকলে হয়তো কম্বিনেশনটা ভালো হতো এবং স্পিনারদের এতটা আধিপত্য থাকতো না।

এর আগেও দ্বিতীয় টি-টোয়েন্টির পর বাংলাদেশ পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেদিন বলেছিলেন, আপনার সেরা বোলারকে বিশ্রাম দিয়ে আপনি আসলে পাকিস্তানকে ছোট দল হিসেবে দেখেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উল্লেখ্য, মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দারুণ পারফরম্যান্স করলেও শেষ ম্যাচে একাদশে পরিবর্তন এনে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করে টাইগাররা।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission