খুলনার পাইকগাছায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কান্তি মণ্ডলের বাসায় ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় তারা। ঘটনাস্থল থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে।
ভুক্তভোগী শিক্ষক বিজন কান্তি মণ্ডল বলেন, রাত আনুমানিক ২টার দিকে ৩-৪ জন মুখোশধারী ডাকাত রান্নাঘরের জানালা দিয়ে রড ঢুকিয়ে থাকার ঘরের ছিটকানি খুলে ঘরে ঢোকে। এরপর আমাদের পিস্তল, রড ও দেশি অস্ত্র দেখিয়ে জিম্মি করে। আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে। আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার পর থানায় অভিযোগ করেছি।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এখনও লিখিত অভিযোগ পাইনি।
আরটিভি/এএএ/এস