খুলনার পাইকগাছায় এক আইনজীবীর বিরুদ্ধে জমি লিজ নিয়ে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন উপজেলার পূর্ব ভ্যাকটমারী গ্রামের বাসিন্দা রাজিকুল ইসলাম হযরত।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৪ সালে স্থানীয় অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকারের কাছ থেকে ৮ বিঘা জমি মৌখিকভাবে ৫ বছরের জন্য লিজ নেন তিনি। বছরে বিঘাপ্রতি ১০ হাজার টাকা হারে লিজের শর্তে প্রথম বছরের পুরো টাকা আগেই পরিশোধ করেন।
রাজিকুলের দাবি, এরপর শিবু প্রসাদ প্রতি বছর হারির টাকা বাড়ানোর জন্য চাপ দিতে থাকেন। এমনকি ২০২৬ সালের জন্য ১ লাখ টাকা দাবি করেন। গত ১৪ জুলাই তিনি শিবু প্রসাদকে ৫০ হাজার টাকা দেন এবং বাকি ৫০ হাজার টাকা ২০ জুলাই দেওয়ার কথা ছিল। তবে সময়মতো টাকা না দিতে পারায় শিবু প্রসাদ জমিটি অন্যত্র বেশি টাকায় লিজ দিয়ে দেন।
রাজিকুল অভিযোগ করেন, টাকা নেওয়ার পরও অ্যাডভোকেট শিবু প্রসাদ সেটি অস্বীকার করেন এবং বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিভিন্ন মিথ্যা মামলা ও হয়রানির হুমকি দেন।
তিনি আরও জানান, অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকারের বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিল ও পাইকগাছা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট শিবু প্রসাদ সরকার বলেন, আমি বাৎসরিক চুক্তিতে জমি লিজ দিয়ে থাকি। নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় অন্যত্র লিজ দিয়েছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
আরটিভি/এএএ