মিরপুর ডিওএইচএসে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪

আরটিভি নিউজ

সোমবার, ২১ জুলাই ২০২৫ , ০১:৫৪ এএম


মিরপুর ডিওএইচএসে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এর একটি বাসায় ডাকাতি করে পালানোর সময় সাবেক দুই সেনা কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পালিয়ে যায় আরও দুই সেনা সদস্যসহ চার ব্যক্তি। আটককৃতদের কাছ থেকে লুট হওয়া জিনিসপত্র জব্দ করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর এভিনিউয়ের ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা গেছে, মিরপুর ডিওএসএইসের যে বাড়িটিতে ডাকাতির ঘটনা ঘটেছে সেটি অবসরপ্রাপ্ত মেজর সাবের আলীর। ওই বাসায় ভাড়া থাকতেন বোরহান নামের একজন। অবৈধ অস্ত্র রয়েছে এমন অভিযোগে অবসরপ্রাপ্ত লে. ইফতেখার ও অবসরপ্রাপ্ত কর্পোরেল মুকুলসহ ৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

‎সংশ্লিষ্টরা আরও জানায়, বাসায় অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে ঘরের বিভিন্ন মূল্যবান মালামাল ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন চক্রটি। এ সময় তাদেরকে তথ্য প্রদানকারী মিরপুর-১০ এর বাসিন্দা সোর্স হারুনুর রশিদ ঘটনাটিকে সন্দেহজনক মনে করে।

সে নিজে একটি মোটর সাইকেলযোগে লে. ইফতেখারের প্রাইভেট কারটির পিছু নেন এবং চিৎকার কর ‘ডাকাত যাচ্ছে’ বলে জনসাধারণকে অবহিত করেন।

এরপর প্রাইভেট কারটি এনডিসি চেকপোস্টে পৌঁছানোর আগে অপর একটি প্রাইভেট কার সামনে থাকার কারণে তারা সেখানেই বাধাপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সেনাবাহিনীর সাবেক দুই সৈনিকসহ মোট চারজন পালিয়েছে যাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission