কুন্দের সঙ্গে চুক্তি নবায়ন করল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০৩:৫৮ পিএম


কুন্দের সঙ্গে চুক্তি নবায়ন করল বার্সেলোনা
ছবি: সংগৃহীত

সবশেষ মৌসুমে লা লিগাসহ তিনটি শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। কাতালানদের এই সাফল্যের পিছনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন জুলস কুন্দে। তাই নতুন মৌসুম শুরুর আগে এই ফরাসি তারকার সঙ্গে চুক্তি বাড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) নিজেদের অফিসিয়ান ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে কুন্দের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। এবার ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছেন এই ফরাসি ডিফেন্ডার।

আরও পড়ুন

বর্তমানে বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরে আছেন কুন্দে। সেখানে নিজের চুক্তি নিয়ে এই ডিফেন্ডার বলেন, হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। ২০৩০ পর্যন্ত আমার চুক্তির মেয়াদ। আমি দারুণ খুশি।

তিনি আরও বলেন, সবকিছু বেশ দ্রুতই হয়ে গেছে। ক্লাব ও আমার ভাবনা একই, পথচলায় ছুটতে থাকা। আমি এখানে খুবই খুশি, এই দলে স্বস্তি অনুভব করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আমি অনুপ্রাণিত। প্রতি বছরই আমরা সব শিরোপার জন্য লড়াই করব। আমরা (বার্সেলোনায়) ফেরার পর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে।

বিজ্ঞাপন

২০২২ সালে সেভিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দেন কুন্দে। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্লাবটির সেরা ডিফেন্ডারদের একজন হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কুন্দে। 

বিজ্ঞাপন

কাতালান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। রক্ষণ সামলানোর পাশাপাশি গোল করেছেন ৭টি, সহায়তা করেছেন ১৮ গোলে। ভবিষ্যতে এই ক্লাবের হয়ে আরও শিরোপা জিততে চান ফরাসি এই ডিফেন্ডার।

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission