মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সেলোনার গভীর শোক প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০৮:৫৬ এএম


মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সেলোনার গভীর শোক প্রকাশ
ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের মতো ভয়াবহ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশে বার্সেলোনা সমর্থকদের অফিশিয়াল ফ্যান গ্রুপ ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’ কে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, আমরা গভীর দুঃখের সাথে জানতে পেরেছি যে, ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে সম্প্রতি একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার সকল আহত ও নিহত ব্যক্তিদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশের বার্সেলোনার রয়েছে তুমুল জনপ্রিয়তা। দলটির বড় অর্জনে সমর্থক ফ্যান ক্লাবের দেখা যায় নানা আয়োজন। তাই বিশেষভাবে বাংলাদেশের বার্সেলোনা ভক্তদেরও স্মরণ করেছে কাতালান ক্লাবটি।

বিজ্ঞাপন

522607787_742449768543730_4052342685311344777_n_1753289740

বিজ্ঞাপন

চিঠিটে আরও বলা হয়, এই ট্র্যাজেডিতে যেসব পেনিয়া সদস্য বা তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রইল। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের পাশে পাবেন।

পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা বার্সেলোনা ফুটবল ক্লাবের বাংলাদেশের আনুষ্ঠানিক স্বীকৃত একটি সমর্থক সংগঠন। এটি বাংলাদেশে ক্লাবটির ভাবমূর্তি রক্ষা ও নানা ধরনের কমিউনিটি কার্যক্রম পরিচালনা করে থাকে। 

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission