স্প্যানিশ ক্লাব গেতাফে থেকে ধারে এই মাসেই গ্রিসের ক্লাব আরিস থেসালোনিকিতে গেছেন কারলেস পেরেজ। কিন্তু এর মাঝেই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। যেখানে তার গোপনাঙ্গে কামড় দিয়েছে কুকুর। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে গোলডটকম।
প্রতিবেদনে বলা হয়েছে, পোষা কুকুরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন কারলেস পেরেজ। এমন সময় আচমকা অন্য একটি কুকুরের সঙ্গে কামড়াকামড়ি লেগে যায় তার কুকুরের। এ সময় পেরেজ দুই কুকুরকে আলাদা করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ তার গোপ-নাঙ্গে কামড় বসায় আগন্তুক কুকুর।
স্প্যানিশ ফরোয়ার্ড পেরেজ বার্সার বয়সভিত্তিক দলের সঙ্গে যুক্ত হন ২০১২ সালে। কাতালানদের ‘বি’ দলের হয়ে ৫৫ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। সিনিয়র দলে অভিষেক হয় ২০১৮-১৯ মৌসুমে।
সবশেষ ২০২০ সালে বার্সেলোনার হয়ে খেলে ১৩ ম্যাচ খেলে ২টি গোল করেছেন তিনি। দলগত অর্জনের তালিকায় একটি লা লিগা শিরোপা রয়েছে তার ঝুলিতে।
গত ১০ জুলাই আরিস থেসালোনিকিতে নাম লেখান পেরেজ। ক্লাবটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার। গত ১৭ জুলাই আজারবাইজানের আরাজ ফুটবল ক্লাবের বিপক্ষে খেলেন ইউরোপা কনফারেন্স লিগের বাছাইপর্বে। দ্বিতীপর্বের বাছাইয়ের প্রথম লেগের ওই ম্যাচে তার দল ২-১ গোলে হেরে যায়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দ্বিতীপর্বের বাছাইয়ের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। ইউরোপা কনফারেন্স লিগের বাছাইয়ে টিকে থাকার জন্য যা আরিস থেসালোনিকির জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গোপনাঙ্গে কুকুরের কামড় খাওয়ায় এই ম্যাচে পেরেজ খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছে ক্লাবটি।
আরটিভি/এসআর