দ্বিতীয় টি-টোয়েন্টি

পাকিস্তানকে ৮ রানে হারালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ০৫:১৪ পিএম


সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
ছবি: এএফপি

 

বিজ্ঞাপন



  1. পাকিস্তানকে ৮ রানে হারালো বাংলাদেশ

    ১৯তম ওভারে রিশাদের বলে বলে বাউন্ডারি মেরে টাইগারদের চমকে দিয়েছিলেন ফাহিম। কিন্তু ওভারের শেষ বলে বোল্ড আউট হন তিনি। ৩২ বলে ৫১ রানে আউট হন এই পাক অলরাউন্ডার।

    শেষ ওভারে পাকিস্তানের লক্ষ্য ছিল ১৩ রান। প্রথম বলে চার মেরে আশা জাগিয়েছিলে  দানিয়েল। পরের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হেলে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান। এতে ৮ রানের জয় পায় বাংলাদেশ।

     

  2. শরিফুলের ব্রেক থ্রু

    আব্বাস আফ্রিদিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফাহিম আশরাফ। দুজনের ব্যাটে ভর করে এগোতে থাকে পাকিস্তান। কিন্তু ১৭তম ওভারের প্রথম বলে আব্বাসকে বোল্ড করে টাইগারদের ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম।

  3. সালমানকে ফেরালেন মাহেদী

    ১৫ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন পাকিস্তান অধিনায়ক। কিন্তু ২৩ বলে ৯ রান করে মাহেদীর প্রথম শিকার বনে যান তিনি।

  4. সাকিবের জোড়া আঘাত

    পঞ্চম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন লিটন। ওভারের তৃতীয় বলে হাসান নাওয়াজকে ফেরান তিনি। পরে একই বলে লিটন হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নাওয়াজ। এতে ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

    AFP__20250722__67GU339__v1__HighRes__CricketBanPakT20

  5. শরিফুলের দ্বিতীয় শিকার ফখর

    সতীর্থদের আশা যাওয়ার মিছিলে নিজেকে ধরার লড়াই করছিলেন ফখর জামান। কিন্তু চতুর্থ ওভারের দ্বিতীয় বলে এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন শরিফুল। ৮ বলে ৮ রান করেন ফখর।

    AFP__20250722__67GM8JX__v1__HighRes__CricketBanPakT20

  6. হারিসকে ডাক আউট করলেন শরিফুল

    প্রথম ওভারের রান আউটের পর দ্বিতীয় ওভারে ডাক আউট হন মোহাম্মদ হারিস।

  7. শুরুতেই রান আউট সাইম আইয়ুব

    ১৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রান হন সাইম। ৪ বলে ১ রান করেন তিনি।

    AFP__20250722__67GU2ZV__v1__HighRes__CricketBanPakT20

  8. জাকেরের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি বাংলাদেশের

    নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪৬ বলে ফিফটি তুলে নেন জাকের। তবে ইনিংসে শেষ বলে ছক্কা হাকাতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। তার ৪৮ বলে ৫ রানে ভর করে ১৩৩ রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।

  9. দলীয় সেঞ্চুরির পর ফিরলেন সাকিব

    ১৭তম ওভারে সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তানজিম সাকিব। ৪ বলে ৭ রান করে ব্যাটার।

  10. ১ রানে ফিরলেন শামীম

    সপ্তম উইকেটে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি শামীম হোসেন পাটোয়ারী। ৪ বলে ১ রান করে বোল্ড আউট হন তিনি।

  11. ৫০ রানের জুটি ভাঙল মাহেদী

    জাকেরকে সঙ্গে নিয়ে দলের খারাপ সময়ে হাল ধরেছিলেন শেখ মাহেদী। দুজনের ৪৯ বলে ৫০ রানের জুটি গড়েছিলেন। কিন্তু এরপর ক্যাচ আউট হন মাহেদী। ২৫ বলে ৩৩ রান করেন তিনি।

  12. বাংলাদেশের ফিফটি

    দ্রুত ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করছেন শেখ মাহেদী ও নাঈম শেখ। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ফিফটি তুলে নেয় টাইগাররা।

  13. পাওয়ার প্লে

    বাংলাদেশ: ৬ ওভার ২৯/৪

     

    টস হেরে আগে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে টাইগাররা।

  14. সহজ ক্যাচে ফিরলেন ইমনও

    প্রথম ম্যাচে ফিফটি করে দলে জিতিয়েছিলেন পারভেজ ইমন। কিন্তু দ্বিতীয় ম্যাচে সতীর্থদের আশা যাওয়ার মিছিলে নিজেদের সামলাতে পারেননি এই তরুণ ব্যাটার। ১৪ বলে ১৩ রান করেন তিনি।

    AFP__20250720__67BM63B__v1__HighRes__CricketBanPakT20

  15. লিটনের বিদায়ের পর রান আউট হৃদয়

    নাঈমের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন লিটন কুমার দাস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি টাইগার অধিনায়ক। ৯ বলে  রান করে ফেরেন তিনি। এরপর পিচে এসেই রান আউটে কাটা পড়েন তাওহীদ হৃদয়। এতে ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

  16. ৩ রান করে ফিরলেন নাঈম

    তানজিদ তামিম বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। মাত্র ৩ রান করে দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন এই বাঁ-হাতি ব্যাটার।

    AFP__20250722__67G93YU__v1__HighRes__CricketBanPakT20

  17. পাকিস্তানের এক পরিবর্তন

    প্রথম ম্যাচ হারের পর একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদের জায়গায় একাদশে জায়গায় পেয়েছেন আহমেদ দানিয়াল।

    পাকিস্তান একাদশ : ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), সালমান আলী আগা (অধিনায়ক), হাসান নাওয়াজ,  খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, সালমান মির্জা ও আব্বাস আফ্রিদি।

  18. দুই পরিবর্তন বাংলাদেশের

    এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। এ ছাড়াও তাসকিনের বদলে একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।

    বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী,  রিশাদ হোসেন, শেখ মাহেদি, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

  19. টস

    দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।

  20. আরটিভি অনলাইনে স্বাগতম

    পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলাটি। এই ম্যাচটি লাইভ সম্প্রচার দেখতে পাবেন আরটিভি অনলাইনের ওয়েবসাইটে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission