জনগণের অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ ৪৮ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনিত হয়েছেন মো. আব্দুস সবুর তালুকদার রাকিব ও সদস্য সচিব হয়েছেন মো. রাসেল চৌধুরী।
সম্প্রতি আপ বাংলাদেশ-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ অনুমোদন করেন।
নবগঠিত আহ্বায়ক কমিটি জেলার সাংগঠনিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা, স্থানীয় নেতৃত্বকে সক্রিয় ও একীভূত করা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করবে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রাসেল আহমেদ সানজিদ, মো. কাউসার আলী, মো. তুহিন রেজা, মো. কাউসার আহম্মেদ মনোনিত হয়েছেন।
এ ছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসিফ হামজা তালুকদার, মো. মাহমুদুল হাসান, মোহাম্মদ বেল্লাল হোসেন, সোলাইমান হোসেন।
এ কমিটিতে আরও ৩৮ জন সদস্য রয়েছেন।
সিরাজগঞ্জ আহ্বায়ক কমিটির সদস্যগণ আপ বাংলাদেশ-এর ঘোষিত লক্ষ্য ও মূল্যবোধকে ধারণ করে স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক রাজনীতি, জনগণের অধিকার এবং অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখবে। রাজনৈতিক ও সাংগঠনিক পরিমণ্ডলে ইতিবাচক গতিশীলতা সৃষ্টি করবে।
আপ বাংলাদেশ বিশ্বাস করে, সিরাজগঞ্জ জেলা কমিটির এ নতুন সূচনা আগামী দিনে গণমানুষের রাজনীতির পথে আরেকটি দৃঢ় পদক্ষেপ হিসেবে প্রমাণিত হবে।
আরটিভি/এমকে