চারশ’র বেশি চর্মরোগ বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’

আরটিভি নিউজ 

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৪:২১ পিএম


চারশ’র বেশি চর্মরোগ বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’
ছবি: সংগৃহীত

অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ (এডিএসবি) এর আয়োজনে তৃতীয়বারের মতো রাজধানীতে অনুষ্ঠিত হয় অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫। দুই দিনব্যাপী আন্তর্জাতিক এ আয়োজনে ছিল কর্মশালা, প্রদর্শনী এবং কনফারেন্স। 

বিজ্ঞাপন

২০১৮ এবং ২০২২ সালে দুটি সফল আয়োজনের ধারাবাহিকতায় এডিএসবি আয়োজিত ‘অ্যাস্থেটিকা বাংলাদেশ ২০২৫’ এর এবারের প্রতিপাদ্য ছিল ‘অ্যাসেন্ডিং টু নিউ হাইটস’। 

এবারের আয়োজনে অংশগ্রহণ করেন বাংলাদেশ, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া, মায়ানমার, অস্ট্রেলিয়াসহ ১০টি দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৪০০-এর বেশি বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ। 

বিজ্ঞাপন

২৬ জুলাই দিনব্যাপী নানাবিধ কর্মশালার মধ্যদিয়ে প্রথমদিনের পরিসমাপ্তি হয়। ২৭ জুলাই অ্যাস্থেটিক ডার্মাটোলজি কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি ড. এ. জেড. এম মাইদুল ইসলাম। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমুল হোসাইন এবং ড. মো. আবু জাফর। 

আরও উপস্থিত ছিলেন এডিএসবি’র মহাসচিব ড. জাহানারা ফেরদৌস খান ঝুমু, অর্গানার্জিং সেক্রেটারি ড. মতিউর রহমান চৌধুরী, অর্গানার্জিং প্রেসিডেন্ট ড. ইমরোজ মোহিত এবং প্রধান পৃষ্ঠপোষক ড. এম. ইউ. কবির চৌধুরী। 

সম্মেলনে অ্যাস্থেটিক ডার্মাটোলজির বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। যার মধ্যে ছিল: অ্যাস্থেটিক ডার্মাটোলজিতে উদ্ভাবন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ; প্রিসিশন টক্সিন: আর্ট অ্যান্ড সায়েন্স; কম্বিনেশন থেরাপি, থ্রেডস এবং কমপ্লিকেশন ম্যানেজমেন্ট; মাস্টারিং এস্থেটিকস; পিগমেন্টেশন; সেক্সুয়াল মেডিসিন; অ্যাস্থেটিক ডিভাইসেস (লেজার এবং বিয়ন্ড); হেয়ার রিস্টোরেশন সায়েন্স, সার্জারি এবং সলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল সেশন।

বিজ্ঞাপন

এই সম্মেলন ও প্রদর্শনী এডিএসবি’র অ্যাস্থেটিক ডার্মাটোলজি খাতের উদ্ভাবন, প্রসার ও সৌন্দর্যসেবা খাতে নিয়োজিত প্র্যাকটিশনারদের বৈশ্বিক ও আধুনিক জ্ঞান এবং প্রযুক্তির সম্মিলনে দেশের সৌন্দর্য শিল্পকে মানুষের দোরগোড়ায় কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission