এক ম্যাচে ১৪৯৭ রান, ক্রিকেটে নতুন ইতিহাস!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৭:১২ পিএম


ভারত ও ইংল্যান্ড যুব দল
ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসে যুক্ত হলো আরেকটি অবিশ্বাস্য রেকর্ড। অনূর্ধ্ব-১৯ টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রানের নজির গড়েছে ভারত ও ইংল্যান্ড যুব দল। ইংল্যান্ডে অনুষ্ঠিত চারদিনের এই ম্যাচে দুই দল মিলে মোট ১৪৯৭ রান সংগ্রহ করেছে, যা যুব টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড।

বিজ্ঞাপন

১২ জুলাই শুরু হয়ে ১৫ জুলাই শেষ হওয়া ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে ৫৪০ রান। দ্বিতীয় ইনিংসে তারা আরও যোগ করে ২৪৮ রান। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করে ৪৩৯ রান এবং দ্বিতীয় ইনিংসে তোলে ২৭০ রান। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো ফল না আসায় ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

এই রেকর্ড ম্যাচে ভেঙে যায় ৩৪ বছর আগের একটি পুরোনো রেকর্ড। ১৯৯১ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে হওয়া এক ম্যাচে মোট রান ছিল ১৪৩০। সেটিই এতদিন পর্যন্ত সর্বোচ্চ রানের যুব টেস্ট ম্যাচ ছিল।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ভারতীয় যুবারা। এই টেস্ট সিরিজে এখনো একটি ম্যাচ বাকি রয়েছে। শেষ ম্যাচে জয় পেলে ইংলিশদের মাঠেই হোয়াইটওয়াশ করার সুযোগ থাকবে বৈভব সূর্যবংশীর নেতৃত্বাধীন দলের সামনে।

বিজ্ঞাপন

 আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission