ম্যাককালামের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন আয়ুশ মাহাত্রে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৮:৩৮ পিএম


আয়ুশ মাহাত্রে
ছবি: সংগৃহীত

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে। মূল দলের পাশাপাশি ভারতীয় যুবারাও টেস্ট ও ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছে। আর সেখানেই ব্যাট হাতে ঝড় তুলছেন তরুণ ওপেনার আয়ুশ মাহাত্রে। এবার ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ যুব টেস্টে মাত্র ৬৪ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তিনি। ভাঙলেন নিউজিল্যান্ড কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালামের দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরির রেকর্ড।

বিজ্ঞাপন

ম্যাচের চতুর্থ ইনিংসে ইংল্যান্ড ৩৫৫ রানের বিশাল লক্ষ্য দেয় ভারতকে। ইনিংসের শুরুতেই গোল্ডেন ডাকের শিকার হন বৈভব সূর্যবংশী। তবে আরেক ওপেনার আয়ুশ মাহাত্রে ছিলেন অপ্রতিরোধ্য। ৮০ বলে ১৩টি চার ও ৬টি ছক্কায় ১২৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তার সঙ্গে অভিজ্ঞান কুন্ডুর হাফসেঞ্চুরিতে ভারত ৬ উইকেটে ২৯০ রান তুলে ম্যাচটি ড্র করে।

আয়ুশের এই সেঞ্চুরি যুব টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম। সবচেয়ে দ্রুত সেঞ্চুরির মালিক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি (৫৬ বল), দ্বিতীয় স্থানে ভারতীয় বৈভব সূর্যবংশী (৫৮ বল)। আয়ুশের ৬৪ বলে সেঞ্চুরি তুলে নেওয়ার মাধ্যমে তৃতীয় অবস্থান থেকে ছিটকে গেলেন ব্রেন্ডন ম্যাককালাম (৬৮ বল)।

বিজ্ঞাপন

এই ম্যাচেই আরও একটি রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এই ব্যাটার। দুই ইনিংস মিলিয়ে তার স্ট্রাইকরেট ছিল ১২১.১৭, যা যুব টেস্টে এক ম্যাচে ২০০+ রান করা কোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ। এই দিক থেকেও পেছনে ফেলেছেন ম্যাককালামকে। কিউই কিংবদন্তি ২০০১ সালে ১৭২ বলে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তখন তার স্ট্রাইকরেট ছিল ১০৮.১৩।

এছাড়া, ম্যাচে মোট ৯টি ছক্কা হাঁকিয়ে ভারতের পক্ষে যুব টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভাগ বসালেন আয়ুশ মাহাত্রে। এর আগে সমান সংখ্যক ছক্কা হাঁকিয়েছিলেন মনোজ তিওয়ারি।

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টও ড্র হয়, যেখানে এক ইনিংসে আরেকটি সেঞ্চুরি করেছিলেন আয়ুশ। এর আগে ওয়ানডে সিরিজে ভারত ৩-২ ব্যবধানে ইংল্যান্ডকে হারায়। সব মিলিয়ে, ইংল্যান্ডের মাটিতে ভারতীয় যুবারা যেমন দলীয়ভাবে ভালো করছে, তেমনি ব্যক্তিগত নৈপুণ্যেও নজর কেড়েছেন আয়ুশ মাহাত্রে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইংল্যান্ড সফর যেন আয়ুশ মাহাত্রের জন্য স্মরণীয় এক অধ্যায় হয়ে থাকল। তার ব্যাটিং প্রতিভা ও সাহসী মনোভাব ভবিষ্যৎ ভারতীয় ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission