ইংল্যান্ড ও ওয়েলসে টানা দ্বিতীয়বারের মতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘মুহাম্মদ’ নাম। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, ২০২৪ সালে সবমিলিয়ে ৫ হাজার ৭১২ জন শিশুর নাম ‘মুহাম্মদ’ রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘মুহাম্মদ’ নাম জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ও দ্বিতীয় নাম ছিল নোয়াহ। গত বছর ইংল্যান্ড-ওয়েলসে ৪ হাজার ১৩৯টি শিশুর নাম নোয়াহ রেখেছিলেন তাদের বাবা-মা। এরপর যথাক্রমে রয়েছে অলিভার, আর্থার এবং লিও। ২০২৩ সালে প্রথমবার নোয়াহ নামকে টপকে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে মুহাম্মদ নামটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশ দুটিতে মেয়ে শিশুদের ক্ষেত্রে অলিভিয়া নামটি শীর্ষস্থানে রয়েছে। এরপর যথাক্রমে আছে অ্যামেলিয়া, লিলি, ইসলা এবং ইভি।
১৯৮০ সালের দিকে ব্রিটেনে মুহাম্মদ নামটি জনপ্রিয়তার সেরা একশরও মধ্যে চলে আসে। মূলত মুসলিম অভিবাসীর সংখ্যা বৃদ্ধি ‘মুহাম্মদ’ নাম সবচেয়ে জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে বলে ধারণা করা হয়।
অপরদিকে আর্থার এবং আর্চি এখনো ব্রিটেনে জনপ্রিয় নাম হিসেবে রয়ে গেছে। এ ছাড়া জর্জ এবং থিয়োডরের মতো পুরোনো নামগুলো এখনো সেরা ১০-এ রয়েছে।
আরটিভি/এস