এসি মিলানে যোগ দিয়ে যা বললেন লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৫:০২ পিএম


লুকা মদ্রিচ
ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি সময় রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপিয়েছেন লুকা মদ্রিচ। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন চ্যালেঞ্জ নিতে এবার পাড়ি জমালেন ইতালিতে। সোমবার (১৪ জুলাই) ইতালিয়ান ক্লাব এসি মিলানের সঙ্গে এক বছরের চুক্তি সম্পন্ন করেছেন এই ক্রোয়াট মিডফিল্ডার।

বিজ্ঞাপন

মিলানে যোগ দিয়েই উচ্চাকাঙ্ক্ষার বার্তা দিয়েছেন মদ্রিচ। মিলান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাধারণ মানের ফুটবল খেলে আমি খুশি হতে পারি না। আমার লক্ষ্য সবসময়ই বড় শিরোপা জয় এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। আর সেই কারণেই আমি এসেছি এসি মিলানে।

কৈশোর থেকেই এসি মিলানের ভক্ত ছিলেন মদ্রিচ। এবার শৈশবের প্রিয় ক্লাবের জার্সি গায়ে চাপাতে পেরে উচ্ছ্বসিত তিনি। এই নিয়ে মদ্রিচ বলেন, বেড়ে ওঠার সময় অনেক ইতালিয়ান লিগের ম্যাচ দেখতাম। আমার প্রিয় দল ছিল এসি মিলান। তখন ক্রোয়েশিয়াতে আমরা অনেকেই মিলানকে অনুসরণ করতাম। কারণ, সেটা বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ছিল। তাছাড়া আমার আদর্শ জোনিমির বোবান তখন এই ক্লাবে খেলতেন।

বিজ্ঞাপন

মদ্রিচ জানান, ইউরোপের বাইরের কিছু ক্লাব থেকে প্রস্তাব পেলেও শুরু থেকেই মিলানকেই বেছে নিয়েছেন তিনি। আমি ইউরোপে থাকতে চেয়েছি, প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল চালিয়ে যেতে চেয়েছি। কিছু প্রস্তাব পেলেও মিলানের প্রস্তাব পাওয়ার পর সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে যায়।

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা জেতা মদ্রিচ এবার এসি মিলানকে নতুন করে গড়ার মিশনে নেমেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ইতালিয়ান ক্লাবটির জন্য বড় সম্পদ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission