বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে ইতালি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ , ০১:১০ পিএম


ইতালি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ের কাছে হারার কারণে চাকরি হারিয়েছেন ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। টানা চার ম্যাচে জয় পাওয়ায় শীর্ষ স্থান ধরে রেখেছে আর্লিং হলান্ডের দল নরওয়ে। এদিকে বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়াও।

বিজ্ঞাপন

সোমবার (৯ জুন) বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মলদোভাকে হারিয়েছে ইতালি। এদিন ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৭৭ নম্বর দল মলদোভার বিপক্ষে বড় জয়ের লক্ষ্যমাত্র পূরণে ব্যর্থ হয়েছে। স্তাদিও সিত্তা দেল ত্রাইকালারে স্বাগতিক মলদোভার বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নিয়েছে ইতালি।  

প্রথমার্ধের ৪০ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন গিয়াকোমো রসপাদরি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ইতালি।  

বিজ্ঞাপন

অন্যদিকে শীর্ষে থাকা নরওয়ে চার ম্যাচ খেলে টানা চার জয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে। দিনের আরেক ম্যাচে এস্তোনিয়াকে   পরাজিত করে তারা। ম্যাচের জয়সূচক একমাত্র গোলটি করেন আর্লিং হলান্ড।    

CROATIA

এদিকে গ্রুপ জে'র ম্যাচে ওয়েলশকে হারিয়েছে বেলজিয়াম। ঘরের মাঠে বেলজিয়াম প্রথমার্ধেই রোমেল লুকাকু, ইয়ুরি তিয়েলেমান্স ও জেরেমি ডকুর গোলে এগিয়ে যায়। যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে ওয়েলশের পক্ষে একটি গোল শোধ করেন হ্যারি উইলসন। 

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ওয়েলশ। ৫১ মিনিটে সর্বা থমাস ও ৭০ মিনিটে ব্রেনান জনসন গোল করে ম্যাচে সমতা ফেরান।  নির্ধারিত সময়ের মাত্র ২ মিনিট বাকি থাকতে কেভিন ডি ব্রুইনা বেলজিয়ানদের ত্রাতা হয়ে দেখা দেন। ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। 

বিজ্ঞাপন

এই গ্রুপে ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বেলজিয়াম। আর ৪টি করে ম্যাচ খেলে ৮ ও ৭ পয়েন্ট নিয়ে এক ও দুইয়ে নম্বরে আছে নর্থ মেসিডোনিয়া ও ওয়েলশ। 

একই দিনে বড় জয়ের দেখা পেয়েছে ক্রোয়েশিয়া। এল গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৫-১ গোলে পরাজিত করেছে লুকা মদ্রিচরা। প্রথমার্ধের ৪২ মিনিটে আন্দ্রে ক্রামারিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের চেক প্রজাতন্ত্রকে সমতায় ফেরান টমাস সুসেক।

এরপরই শুরু হয় মদ্রিচদের গোল উৎসব। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুকা মদ্রিচ। এর ৬ মিনিট পর ব্যবধান  বাড়ান ইভান পেরিসিচ। ৭২ মিনিটে অ্যান্টে বুদিমির ও ৭৫ মিনিটে ক্রামারিচ গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন মদ্রিচবাহিনী। 

আরও পড়ুন

এই জয়ে ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রোয়েশিয়া। আর ৪ ম্যাচ খেলে ৩ জয় নিয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেক প্রজাতন্ত্র।  

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission