মদ্রিচের বিদায়ে এমবাপ্পের স্বপ্ন পূরণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ১০:৩৫ এএম


মদ্রিচের বিদায়ে এমবাপ্পের স্বপ্ন পূরণ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৩ বছরের অধ্যায় শেষে  কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ এসি মিলানে পাড়ি জমানোয়, রিয়াল মাদ্রিদে শূন্য তার ১০ নম্বর জার্সি। এবার সেই আইকনিক জার্সি পরে খেলবেন কিলিয়ান এমবাপ্পে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। সমর্থকদের চাওয়া নতুন জার্সিতে ব্যর্থতা ভুলে ক্লাবকে সাফল্য উপহার দেবেন এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদে শুরুটা প্রত্যাশিত না হলেও, ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের রেকর্ড ভাঙেন এমবাপ্পে। সবশেষ লা লিগায় ৩১ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার হয়েছেন। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

শুরুর হতাশা কাটিয়ে দলের সবচেয়ে বড় তারকা এখন এমবাপ্পে। তবে, গেলো মৌসুমটা প্রত্যাশিত যায়নি রিয়াল মাদ্রিদের। লা লিগায় শিরোপা হারিয়েছে বার্সেলোনার কাছে। চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ হয়েছে ১৫ বারের শিরোপাজয়ীরা।

বিজ্ঞাপন

মৌসুমটা বিবর্ণ কাটলেও, নতুন মৌসুমে নতুন ও পুরনোদের নিয়ে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন কোচ জাভি আলোনসো।। এমবাপ্পের জার্সি নম্বরেও আসছে পরিবর্তন। লুকা মদ্রিদের আইকনিক ১০ নম্বর জার্সি পড়ে আগামী মৌসুম থেকে খেলবেন এমবাপ্পে। 

বিজ্ঞাপন

জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেই খেলেন এমবাপ্পে। ইএসপিএনের খবর, শুরু থেকেই পরিকল্পনা ছিল, ১০ নম্বর জার্সি খালি হলে এমবাপ্পে সেটা পরবেন। 
যদি মদ্রিচ আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতেন, এমবাপ্পে তখন ৯ নম্বর জার্সি পরেই খেলার জন্য প্রস্তুত ছিলেন। তবে, ক্রোয়াট তারকা দল ছাড়ায় সে জার্সি যাচ্ছে এমবাপ্পের কাছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission