রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ০৯:৩২ পিএম


লুকা মদ্রিচ
ছবি: সংগৃহীত

১৩ বছরের যাত্রা শেষ করলেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি খেলোয়াড় লুকা মদ্রিচ। চলতি মৌসুমে ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে তার। এরপর চুক্তি আর নবায়ন করবেন না তিনি। বৃহস্পতিবার (২২ মে) রিয়াল অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সি ফুটবলার। তার পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু জানা যায়নি। 

বিজ্ঞাপন

আগামী জুনে ক্লাব বিশ্বকাপ খেলবে রিয়াল। মদ্রিচ ক্লাব বিশ্বকাপে খেলবেন না। রিয়ালের জার্সিতে শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই হবে তার শেষ ম্যাচ। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ৩৯ বছর বয়সি এই রিয়াল তারকা।   

ইনস্টাগ্রামের বিবৃতিতে মদ্রিচ বলেন, ‘আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচ এবং এত বছর ধরে আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে। বছরের পর বছর ধরে আমি অবিশ্বাস্য মুহূর্ত, অসম্ভব বলে মনে হওয়া প্রত্যাবর্তন, ফাইনাল, উদ্‌যাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাতের অভিজ্ঞতা অর্জন করেছি... আমরা সবকিছু জিতেছি এবং আমি সত্যিই খুশি ছিলাম। খুব, খুব খুশি।’

বিজ্ঞাপন

টটেনহ্যাম থেকে ২০১২ সালে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন মদ্রিচ। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ৬টি ট্রফি জেতা ফুটবলারের দুইজনের ভিতর একজন তিনি। অন্যজন তারই সতীর্থ দানি কারভাহাল।  

আরও পড়ুন

১৩ বছরে রিয়ালের হয়ে ৫৯০ ম্যাচ খেলেছেন মদ্রিচ। ৪৩ গোলের পাশাপাশি করেছেন ৯৫টি অ্যাসিস্ট। এই যাত্রায় ৬টি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ৫টি সুপারকোপা, ৫টি সুপার কাপ, ৫টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ। 

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission