আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
চ্যাম্পিয়নস ট্রফির অষ্টম আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে দু’দলের লড়াই শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তবে মাঠ ভেজা থাকায় তা সম্ভব হয়নি। বিকেল পৌনে ৪টায় মাঠ পর্যবেক্ষণের পর সাড়ে ৪টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
গেলো দু’দিন কার্ডিফে বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি হয়নি। তবে কার্ডিফের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে আউটফিল্ড বেশ স্যাতসেতে রয়েছে। প্রথমে ফিল্ডিং পাওয়ায় তা কাজেও লাগতে পারে। ম্যাচে এখন পর্যন্ত কোনো ওভার কাটা হয়নি।
টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। একই অবস্থা নিউজিল্যান্ডেরও। কিন্তু শনিবার যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া, তাহলে দু’দলের জয় কোনো কাজেই আসবে না। তাই এ ম্যাচে জয়ের পাশাপাশি ওই দিন অস্ট্রেলিয়ার পরাজয় প্রার্থনা করতে হবে টাইগার-কিউইদের।
তবে সেমিফাইনালে ওঠার সমীকরণে এখন দু’দলের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। খেলা শুরুর মধ্যে বৃষ্টি হলে ডাকওয়ার্থ-লুইস সাহেবের শরণাপন্ন হতে হবে। বৃষ্টি আইনে কার কপাল খোলে আর কার পোড়ে তা বলা মুশকিল।
ডিএইচ