আরেকটা বিয়ে করলেই সৎবাবা হয়ে যাবা, শাকিব খানকে প্রশ্ন ওমর সানীর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ০৪:৪১ পিএম


আরেকটা বিয়ে করলেই সৎবাবা হয়ে যাবা, শাকিব খানকে প্রশ্ন ওমর সানীর
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের দর্শকপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ে আগের মতো নিয়মিত নন। সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। 

বিজ্ঞাপন

এদিকে, দেশ সহ চলচ্চিত্রের নানা ইস্যুতে বেশ সরব ওমর সানী। সেই ধারাবাহিকতায় আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে শাকিব খানের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

তিনি বলেন, ছবি চলে তো, দুই দিনও না, এক ঘণ্টাও চলে না অথচ নিজেকে ভাবে সুপারস্টার। তারা হচ্ছে অন্য জগতের মানুষ। এখানে এসে নিজেকে শিল্পী পরিচয় দেয়। তাদের ছবি এক ঘণ্টাও চলে না অথচ নিজেকে ভাবে সুপারস্টার।

বিজ্ঞাপন

এর পরই তাকে প্রশ্ন করা হয়, শাকিব খান সুপারস্টার, তার ছবি দারুণ চলে। কিন্তু তারই ছবি (অন্তরাত্মা) এক দিন পর হল থেকে নেমে যায়। তাহলে তাকে কিভাবে সুপারস্টার বলব?

এমন প্রশ্নের উত্তরে ওমর সানী প্রথমে বলেন, জানি না। এরপর বললেন, শাকিব কেন এটা দেখে না, আমি জানি না। এটা তার কাছে আমার প্রশ্ন!

শাকিবের উদ্দেশে তিনি বলেন, তুমি জানো, এটা এমন ক্যাটাগরির ছবি, তাহলে তুমি আসবা কেন? তুফানও তোমার সন্তান, বরবাদও তোমার এমনকি অন্তরাত্মাও তোমার সন্তান। এখন তুমি যদি আরেক মেয়েকে বিয়ে করো, তার ঘরে যদি বাচ্চা হয় তাহলে তুমি কি সৎবাবা হয়ে যাবা নাকি? না তো। এটা ঠিক না।

বিজ্ঞাপন

‘বরবাদ’ বাম্পার হিট গেছে, অন্তরাত্মা চলেনি—এমনটা উল্লেখ করে ওমর সানী জানান, এটা শাকিবের জন্য মোটেও ভালো হয়নি।এতে করে একজন প্রযোজক হারিয়ে গেছেন।

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission