শাকিব-মিষ্টির ছবি ঘিরে নতুন জল্পনা-কল্পনা, ভক্তদের শুভকামনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৩:০৩ পিএম


শাকিব-মিষ্টির ছবি ঘিরে নতুন জল্পনা-কল্পনা, ভক্তদের শুভকামনা
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান ও অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাতকে নিয়ে আলোচনা যেনো থাকছেই না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন মিষ্টি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন করে গুঞ্জন—তাদের মধ্যে কি কোনও বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে কি না। 

বিজ্ঞাপন

মিষ্টি জান্নাত সোমবার (৭ জুলাই) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। ছবিতে শাকিব খানকে দেখা যায় সাদা পাঞ্জাবি ও সানগ্লাসে, আর তার পাশে রয়েছেন মিষ্টি। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ভালো থাকবেন। প্রথম আমি। সঙ্গে ছিল তিনটি লাল হৃদয়ের ইমোজি ও ভালোবাসার চিহ্ন। এই ছোট্ট বার্তাই জন্ম দিয়েছে নানা প্রশ্ন ও জল্পনার।

এর আগেও গত ২ জুলাই মিষ্টি শেয়ার করেছিলেন আরেকটি ছবি, ক্যাপশন ছিল ‘সেই ১ম বার’। আবারও হার্ট ইমোজি যুক্ত সেই পোস্টকে ঘিরেও তৈরি হয়েছিল রহস্যের জাল। কেউ কেউ ধরেই নিয়েছেন, এটি তাদের সম্পর্কের সূচনার ইঙ্গিত।

বিজ্ঞাপন

misty_jannat_1751865600

আরও পেছনে গেলে দেখা যায়, এক মাস আগেই গত ২ জুন মিষ্টি জান্নাত শাকিব খানের সঙ্গে বিমানে তোলা দুটি সেলফি প্রকাশ করেছিলেন। সেখানে ক্যাপশন ছিলো ‘লাভ লাভ’। সেই ছবি ঘিরেও শুরু হয়েছিল তুমুল আলোচনা-সমালোচনা।

অন্যদিকে এর আগে এক সাক্ষাৎকারে মিষ্টি বলেন, শুধু সেলফি না, আমরা তো পুরো দিন আড্ডা দিয়েছি। অনেকে লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে অনুরোধ করে ছবি তুলেছি! এসব দেখে বিরক্ত হয়েছি। আমি একজন ২৭ বছরের স্বাধীন নারী। আমার ইচ্ছে হলে আমি কারও সঙ্গেই ছবি তুলতে পারি। তাছাড়া শাকিব খান ২৫ বছরের ক্যারিয়ারের একজন সুপারস্টার, তার সঙ্গে ছবি তুলতে সমস্যা কোথায়?

বিজ্ঞাপন

শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়েই তৈরি হয়েছে বিতর্ক। অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে তার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে শোনা যায় তিনি নাকি এক চিকিৎসক পাত্রীকে বিয়ে করতে চলেছেন—এমনকি কেউ কেউ ধারণা করেছিলেন, সেই পাত্রীই মিষ্টি জান্নাত।

বিজ্ঞাপন

shakib_and_misty_1751436831_1751865745

তবে এখনো পর্যন্ত মিষ্টি জান্নাত বা শাকিব খান—দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি, রহস্যময় ক্যাপশন, আর ভক্তদের প্রতিক্রিয়া সব মিলিয়ে দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক এখন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের মধ্যকার সম্পর্ক এখন শুধুই গুঞ্জন নাকি সত্যিকারের কোনো নতুন শুরু সেটা সময়ই বলে দেবে। 

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission