‘মেগাস্টার’ বিতর্ক, অবশেষে মুখ খুললেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ০১:৪২ পিএম


‘মেগাস্টার’ বিতর্ক, অবশেষে মুখ খুললেন জাহিদ হাসান
ছবি: কোলাজ

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন সিনেমা ইন্ডাস্ট্রিতে। উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। ভক্ত থেকে শুরু করে অনেক সিনেমাসংশ্লিষ্টরাও তাকে মেগাস্টার বলে সম্বোধন করেন। 

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তার নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি। তবে শাকিব খানের নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তিও রয়েছে কারও কারও। যেমন রয়েছে অভিনেতা জাহিদ হাসানের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালোভাবেই নিজের আপত্তির কথা জানালেন জাহিদ হাসান। তার কাছে ‘মেগাস্টার শব্দটি কানে লাগে’।

বিজ্ঞাপন

জাহিদ হাসানের এমন মন্তব্যের পর বেশ সমালোচনার সৃষ্টি হয়। তার মন্তব্যটি ভালোভাবে নেননি শাকিব ভক্তরা। তাকে এক প্রকার ধুয়ে দিচ্ছেন শাকিবিয়ানরা। অবশেষে সমালোচনার মধ্যেই ‘মেগাস্টার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান। 

গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘মেগাস্টার’ শব্দচয়ন নিয়ে ইতিবাচকভাবে মন্তব্য করলেও তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।

অভিনেতা বলেন, আমি যেভাবে বলতে চাচ্ছিলাম সেভাবে হয়তো বুঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে, নিজেই যখন একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন- টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা মেরাডোনা, তাদের নামের আগে কি অন্য কিছু দেওয়ার দরকার আছে?

বিজ্ঞাপন

জাহিদ হাসান যোগ করেন, তাদের নামের আগে তো কিছু লাগে না। তাদের নামই যথেষ্ট। আমি সেটিই বুঝাতে গিয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি বলতে চাই যে, আমাদেরই তো মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হবে, সেটা কখনও কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইও না।, পাগল নাকি (হাসতে হাসতে)। আমি নিজেই মানুষটা অনেক ছোট।

বিজ্ঞাপন

সবশেষে শাকিব ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা বলেন, আমি তাদের আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে শাকিব খান আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি, এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।

প্রসঙ্গত, কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। তারকা বহুল এই সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান। 

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission