লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট: ওমর সানী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ০১:৫৬ পিএম


লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট: ওমর সানী
ছবি: কোলাজ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিজ্ঞাপন

স্কুল শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মাতম চলছে। শোবিজের তারকারাও শোকে বিহ্বল।

একদিকে মাইলস্টোনের ঘটনা দিনকে দিনকে যেমন আরও জটিল হয়ে ওঠছে, অন্যদিকে দাবি উঠেছে, লাশের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না সরকার। যা ঘিরে তোলপাড় শুরু হয় রাজধানীতে। ছাত্রদের সঙ্গে সংঘর্ষও হয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা সাংস্কৃতিক অঙ্গন, মাইলস্টোনের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশের দাবি জানাতে দেখা গেছে সবাইকে।

বিজ্ঞাপন

এদিকে, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখাই যেন দায় হয়ে পড়েছে! টাইমলাইনজুড়ে লাশ আর পোড়া স্কুলের বীভৎস সব ছবি ভিডিওতে ভরে ওঠেছে। অতি উৎসাহী ইউটিউবার, টিকটকার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকের কনটেন্ট খোঁজার ব্যস্ততায় হাসপাতালগুলোতে স্বাভাবিক চিকিৎসাও ব্যাহত হচ্ছে। যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষজনও।

এ বিষয়ে এবার ফেসবুকে পোস্ট করলেন চিত্রনায়ক ওমর সানীও। নিজের ফেসবুক আইডি থেকে এ অভিনেতা লেখেন, লাশ মানেই রাজনীতি এবং কনটেন্ট। বাদ দেন না ভাই। মাটির দিকে তাকান আপনাকে আমাকে শুধু ডাকে।
 
ওমর সানীর পোস্টকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন অনুরাগীরা। কেউ বলছেন, খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রিয়। 

কারো মন্তব্য, যে রাজনীতি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে দেশের কথা চিন্তা না করে নিজের দলের কথা চিন্তা করে সে রাজনীতি থেকে দূরে থাকাই ভালো। আর একশ্রেণির মানুষ তো আছেই ভিউ ব্যবসায়ী।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission