‘পঞ্চায়েত’ এবং অন্যান্য জনপ্রিয় ওয়েব সিরিজের অভিনেতা আসিফ খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
রোববার (১৪ জুলাই) তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অভিনেতা নিজেই সামাজিকমাধ্যমে তার শারীরিক অবস্থার আপডেট দিয়ে জানান, গত ৩৬ ঘণ্টায় অনুভব করেছি জীবন কত ক্ষণস্থায়ী। প্রতিটা দিনই সমান গুরুত্বপূর্ণ। কোনও একটা দিনকেও খুব হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ, এক মুহূর্তে সবটা বদলে যেতে পারে। যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। যা কিছু গুরুত্বপূর্ণ সবটা প্রাণ দিয়ে আগলে রাখার চেষ্টা করা উচিত। জীবন সত্যিই উপহার। আমরা ধন্য।
আরও একটি পোস্টে তিনি লিখেছেন, অসুস্থতার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং শিগগিরই ফের পুরোনো ছন্দে ফিরে আসবেন। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসিফ।
প্রসঙ্গত, ‘পাতাল লোক’, ‘পঞ্চায়েত’-এর মতো সিরিজে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। শুধু তাই নয়, বড় পর্দা ও ওটিটি মঞ্চেরও অত্যন্ত সুপরিচিত মুখ আসিফ। জনপ্রিয় ওয়েব সিরিজ় ‘পঞ্চায়েত’-এ ফুলেরা গ্রামের জামাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন আসিফ খান। যে চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি সর্বাধিক জনপ্রিয়তাও পেয়েছেন।
আরটিভি/টিআই