অভিনয় ছেড়ে ক্যাব চালানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা ফাহাদ ফাসিল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১২:৫৯ পিএম


অভিনয় ছেড়ে ক্যাব চালানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা ফাহাদ ফাসিল
ছবি: সংগৃহীত

অভিনেতা ফাহাদ ফাসিল, পুষ্পা : দ্য রাইজ’-এ ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার নজরকাড়া উপস্থিতির মাঝেও আলাদা করে নজর কাড়েন তিনি।

বিজ্ঞাপন

নতুন খবর হলো হুট করেই জনপ্রিয় অভিনেতা হঠাৎই জানালেন, ক্যারিয়ারের শিখরে থেকেও তিনি আর গ্ল্যামারের আলোয় বাঁচতে চান না। সিনেমা নয়, সব ছেড়ে সাধারণ ক্যাবচালকের জীবনই এখন তার স্বপ্ন। অভিনয়ের ঝলমলে দুনিয়া ছেড়ে বাস্তবের রাস্তায় নেমে আসতে চাইছেন দক্ষিণের এই অভিনেতা। কেন এই সিদ্ধান্ত?এমন প্রশ্নে তোলপাড় তার অনুরাগী মহল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না এ অভিনেতা। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ফাহাদ বলেন, আসলে এটা শুধু গাড়ি চালানো নয়, এটা আপনি কী পছন্দ করেন সেটাকে বেছে নেওয়া। আসলে আমার নিজের খুব ভালো লাগবে একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পেরে। এমন একটা জিনিস প্রত্যক্ষ করতে পারাও বড় ব্যাপার। আমি আমার স্ত্রীকে আমার এই পরিকল্পনার কথা জানিয়েছি। ওর খুব ভালো লেগেছে। আমি এভাবেই খুশি থাকতে চাই।

ফাহাদের এই সিদ্ধান্ত অনেকটাই মিলে যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির ভাবনার সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের যাপন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়। তা হলে কি ফাহাদ জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরতেই তেমন কিছু করার পরিকল্পনা করলেন, এমনটিই মনে করছেন ভক্তরা।

আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission