‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা আসিফ খান গত ১৪ জুলাই হঠাৎ বুকে ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলেন। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে শোনা যাচ্ছিল, হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে হাসপাতাল থেকে ফিরে ভিন্ন তথ্য দিলেন আসিফ।
নিজের অসুস্থতা নিয়ে ভারতীয় গণমাধ্যমকে অভিনেতা বলেন, প্রথমত একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই— আমি হৃদরোগে আক্রান্ত হইনি। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে ফিরে আসে)-এ আক্রান্ত হয়েছিলাম। তবে সমস্ত উপসর্গ ছিল হার্ট অ্যাটাকের মতোই। এখন আমি সম্পূর্ণ সুস্থ।
এর আগে, অভিনেতা নিজেই সামাজিকমাধ্যমে তার শারীরিক অবস্থার আপডেট দিয়ে জানান, গত ৩৬ ঘণ্টায় অনুভব করেছি জীবন কত ক্ষণস্থায়ী। প্রতিটা দিনই সমান গুরুত্বপূর্ণ। কোনো একটা দিনকেও খুব হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ, এক মুহূর্তে সবটা বদলে যেতে পারে। যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। যা কিছু গুরুত্বপূর্ণ সবটা প্রাণ দিয়ে আগলে রাখার চেষ্টা করা উচিত। জীবন সত্যিই উপহার। আমরা ধন্য।
তিনি আরও একটি পোস্টে তিনি লেখেন, অসুস্থতার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং শিগগিরই ফের পুরোনো ছন্দে ফিরে আসবেন। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ।
প্রসঙ্গত, আসিফ খান ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’, ‘মির্জাপুর’-এর মতো দর্শকপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করে বিশেষ পরিচিতি লাভ করেছেন। তার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।
আরটিভি/এএ/এস