অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও শিক্ষক নিয়োগের ভাইভায় ডাক পাননি আজমল

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৬:৫৯ পিএম


অনার্স-মাস্টার্সে প্রথম হয়েও শিক্ষক নিয়োগের ভাইভায় ডাক পাননি আজমল
ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন মো. আজমল হোসেন। তবে আগামী ২২ জুলাই অনুষ্ঠিতব্য শিক্ষক নিয়োগের ভাইভা বোর্ডে তাকে ডাকা হয়নি। পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও ভাইভা বোর্ডে ডাক না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন আজমল। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এক সংবাদ সম্মেলন করেন তিনি।

মো. আজমল হোসেন ২০০১-০২ সেশনে বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগে ভর্তি হন এবং ২০০৫ সালে অনার্স ও ২০০৬ সালে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তার বাড়ি মাগুরা জেলায়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আজমল হোসেন বলেন, ২০১৯ সালের শিক্ষক নিয়োগে তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলকে অতিরিক্ত শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করেন, যা আমার প্রতি অন্যায় ছিল। আমি সে বিষয়ে হাইকোর্টে রিট করি এবং কোর্টের নির্দেশনায় আবেদন করার সুযোগ পাই। কিন্তু সে সময় ভাইভা অনুষ্ঠিত হয়নি।

তিনি আরও বলেন, নতুন প্রশাসন দায়িত্বে আসার পর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে উল্লেখ ছিল—পূর্বে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনার্স ও মাস্টার্সে প্রথম থেকে সপ্তম স্থান অধিকারীরা আবেদন করতে পারবেন। আমি যেহেতু প্রথম স্থান অধিকারী, তাই আমি বৈধ প্রার্থী। গত ২০ বছরেও বিভাগে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। সব কিছু সঠিক থাকা সত্ত্বেও আমি ভাইভায় অংশগ্রহণের অনুমতিপত্র পাইনি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় পরিবারকে জিজ্ঞাসা করতে চাই—কোন ভিত্তিতে আমাকে ভাইভায় অন্তর্ভুক্ত করা হয়নি?

এ বিষয়ে জানতে চাইলে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ বলেন, আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে আজমল হোসেন প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেননি, সে কারণে তার আবেদন গ্রহণযোগ্য হয়নি। পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু পূর্বে তার আবেদন বাতিল হয়েছিল, সেটি গ্রহণযোগ্য হয়নি। এছাড়া নতুন আবেদনে শর্ত পূরণ করলেও তিনি নতুন করে আবেদন করেননি, তাই ভাইভায় তাকে ডাকা হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission