দীর্ঘ ৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহীকে সভাপতি ও সংগীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের কমিটি প্রকাশ করা হয়।
এছাড়াও কমিটির অন্যান্যরা হলেন– সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি মেহেদী হাসান, সাবিহা আলম মুন্নি ও জান্নাতুন নাঈম তুহিনা। সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং যুগ্মসাধারণ সম্পাদক তাহের রহমান ও জাহিন বিশ্বাস এষা। সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু ও দপ্তর সম্পাদক নাফিউল জীবন।
উল্লেখ্য, আগামী ৭ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও আগামী ১৫ দিনের মধ্যে রাবির সব হলে কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।
আরটিভি/এএএ/আইএম