নতুন কমিটি ঘোষণায় রাবি ছাত্রদলের আনন্দ মিছিল

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ৩০ জুলাই ২০২৫ , ০৯:২৩ পিএম


নতুন কমিটি ঘোষণায় রাবি ছাত্রদলের আনন্দ মিছিল
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ মিছিল করেন তারা। 

আনন্দ মিছিলটি বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজ্ঞাপন

সমাবেশে শাখা ছাত্রদলের নবগঠিত সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, ৫ আগস্টের পর, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রাপ্ত ভিসি থেকে শুরু করে শিক্ষক-কর্মকর্তা কর্মচারী সর্বোচ্চ সহযোগিতা করেছি। কিন্তু বর্তমান রাবির ভিসি সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করেছে। এই প্রশাসন তথাকথিত কিছু শিক্ষার্থীদের ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান থেকে চাঁদার নামে শত শত কোটি টাকা  হাতিয়ে নিয়েছে। আমরা বলতে চাই, ছাত্রদলের আন্তরিকতা ও ভদ্র ব্যবহারের কারণে রাবি প্রশাসন যদি মনে করেন; রুয়ার মতো মহড়া দিয়ে যদি রাকসু দখল করতে চায় তাহলে আপনারা নিজেদের চোখে পানি দেন।

কমিটির সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, আমরা আজকের এই নতুন কমিটির প্রতিজ্ঞা করছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল—যা জুলাই-আগস্টের শাহাদাতবরণকারী, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ত্যাগী ও নিষ্ঠার সঙ্গে যারা কাজ করছে তাদের ও সাধারণ শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এই ক্যাম্পাসে কাজ করব।

সমাবেশ সঞ্চালন করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। এসময় নবগঠিত কমিটির ১১ সদস্য সহ প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission