রাকসু নির্বাচনের তফসিলসহ ৯ দাবিতে রোববার মাঠে নামবে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০১:০০ পিএম


রাকসু নির্বাচনের তফসিলসহ ৯ দফা দাবিতে রোববার মাঠে নামবে শিক্ষার্থীরা
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিলসহ ৯ দফা দাবিতে আগামীকাল (রোববার) মাঠে নামার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। পূর্বঘোষিত অনুযায়ী আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটাম শেষ হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে রাবির সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, প্রায় এক মাস আগে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করি। কিন্তু এখনো এর কোনো রোডম্যাপ বা সমাধান পাইনি। তাই আগামীকাল আমরা সকাল ১০টা থেকে প্রশাসন ভাবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি না মানবে, আমরা ততক্ষণ পর্যন্ত অবস্থা সেখানেই অবস্থান করব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঈন উদ্দীন বলেন, ছাত্রশিবির ১২৫ দফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ২১ দফা এবং সালাউদ্দিন আম্মাররা ৯ দফা দাবি দিয়েছে। আমরা এই দাবিগুলোর আলোকেই কাজ করছি এমন নয়। আমাদের প্রশাসনের একটি রোডম্যাপ আছে। আমরা সেই অনুযায়ী কাজ করছি। তবে তাদের অনেকগুলো দাবিই হয়তো আমাদের রোডম্যাপের মধ্যেই চলে এসেছে। সেগুলোর সমাধান আমরা দ্রুতই করার চেষ্টা করছি। তবে শিক্ষার্থীদের এমন চিন্তা ভাবনা আমাদের কাজ আরও সহজ করে দিয়েছে। আমাদের বাজেট যখন বাস্তবায়ন হবে, তখন অনেকেরই অনেক দাবি পূরণ হয়ে যাবে। এগুলো প্রসেসিং এর মাধ্যমে আছে। তাদের অনেকগুলো দাবি আছে যেগুলো তারা বলার আগেই আমরা এগুলো নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৫ মে দুপুরে ‘রাবি সংস্কার আন্দোলন’ ব্যানারে এক সংবাদ সম্মেলন করেন সালাউদ্দিন আম্মার। এ সময় তিনি দাবি পূরণের জন্য ২৫ মে থেকে আগামী ২০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। প্রশাসনের সাড়া না পেয়ে তিনি ২১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেন। এরই প্রেক্ষিতে আগামী কাল ‘মার্চ ফর রাইটস’ কর্মসূচিতে অংশগ্রহণ ঘোষণা করেন।

৯ দফা দাবিগুলো হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা করতে হবে; পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করতে হবে; ক্যাম্পাসে সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে; বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে ৫০ শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করতে হবে; প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করতে হবে (ক্যাশলেস ক্যাম্পাস); হল ডাইনিং-এ মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি প্রদান করতে হবে; কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার করতে হবে; পূর্ণাঙ্গ টিএসসিসি (টিএসসিসি) দ্রুত কার্যকর করতে হবে; রাকসুর পূর্ণাঙ্গ তফসিল অনতিবিলম্বে ঘোষণা করতে হবে।

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission