জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি, বিপাকে পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

বুধবার, ০২ জুলাই ২০২৫ , ০১:৫০ পিএম


জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি, কুষ্টিয়ায় পুলিশ সদস্য ক্লোজ
ছবি: সংগৃহীত

‘জুলাই আন্দোলন’ নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় এক পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ছুটিতে থাকা ওই পুলিশ সদস্যের ছুটিও বাতিল করা হয়েছে। কুষ্টিয়া ট্রাফিকে কর্মরত ওই পুলিশ কনস্টেবলের নাম ফারজুল ইসলাম। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

এ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বিক্ষোভ করেন তারা। 

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুরর রহমান বলেন, মঙ্গলবার ফারজুল ইসলাম ফেসবুকে জুলাই নিয়ে খুবই আপত্তিকর শব্দ পোস্ট করেন। এই জুলাইয়ে গত বছর কুষ্টিয়ায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। পুলিশ এখনও সংশোধন হয়নি। তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আজ ফারজুল ইসলামের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী মন্তব্য ফেসবুকে পোস্ট না করার বিষয়ে জেলা পুলিশের প্রতিটি ইউনিটে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গেল রাত ১০টায় ফারজুল ইসলাম তাঁর ফেসবুকে পোস্ট করে দাবি করেন, গতকাল সকাল থেকে তাঁর ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission