মিশিগানে জুলাই আন্দোলনের অনলাইন-অফলাইন অগ্রসৈনিকদের স্মৃতিচারণ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ১০:৪৪ পিএম


মিশিগানে জুলাই আন্দোলনের অনলাইন-অফলাইন অগ্রসৈনিকদের স্মৃতিচারণ
সংগৃহীত ছবি

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গত বছরের ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথম প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক সেই দিনের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই আন্দোলনের অনলাইন ও অফলাইন অগ্রসৈনিকদের স্মৃতিচারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আয়োজক কমিটির সদস্যদের নিয়ে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্টুরেন্ট বর্ষপূর্তি পালন ও স্মৃতিচারণ করা হয়।

চব্বিশের ১৮ জুলাই ঐতিহাসিক রেলির সমন্বয়ক দেলোয়ার আনসারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প গ্রুপের এডমিনবৃন্দ, ছাত্র-প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন 

বিজ্ঞাপন

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জুলাইয়ের উত্তাল সেই সময়ের আন্দোলনের স্মৃতিচারণ করেন। এছাড়া জুলাই আন্দোলনের শরিক হওয়া সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

স্মৃতিচারণ অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম মারুফ, মহিবুল হাসান চৌধুরী, মুন্নি রহমান, আজমল হোসেন, মাহির ফয়সল, তানভীর চৌধুরী, মোজাদ্দেদ সানি, জামিল আহমেদ, ইয়াহিয়া রহমান, জাবেদ খান, সাদিক সিদ্দিক, আলবি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, আখতার হোসেন, সাফওয়ান আহমেদ।

উল্লেখ্য, বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ২০২৪ সালের ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রথম প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। পরবর্তীতে তার ধারাবাহিকতায় আরও ৫ থেকে ৬টি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission