জুলাই শহীদদের স্মরণে ফার্মাসিস্টদের দোয়া মাহফিল

আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০৪:২৩ পিএম


জুলাই শহীদদের স্মরণে ফার্মাসিস্টদের দোয়া মাহফিল
সংগৃহীত ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান ও বিপ্লবী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল’ আয়োজন করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সংগঠন সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টস (এসবিপি)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর ধানমন্ডির ২ নম্বর রোডের একটি রেস্তোরাঁয় আবেগঘন এই আয়োজনে সংগঠনের সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের শিক্ষার্থী ও এলামনাই সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এসবিপির সদস্য সচিব মো. ফুয়াদ এবং যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. শাহ আমরান। তিনি বলেন, ‘এসবিপি আগামী দিনের ফার্মাসি পেশায় একটি অনুপ্রেরণার নাম হয়ে উঠতে পারে। শহীদদের আত্মত্যাগের এই স্মরণ যেন আমাদের পথ চলার শক্তি দেয়।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক মো. নাসরুল্লাহ। তিনি হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসির গুরুত্ব তুলে ধরেন এবং শহীদদের মাগফিরাত কামনা করেন।

‘জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ’ পর্বে এসবিপির যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ও মুমতাহান মাহমুদ আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিজ্ঞতা তুলে ধরেন।

বিজ্ঞাপন

সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রিপন। অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আমন্ত্রিত ইমাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন এসবিপির আহ্বায়ক মো. জাকারিয়া হোসেইন উজ্জ্বল। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লাবু, দ্বীপ কর, মো. রাকিবুল ইসলাম, রেজাউল ইসলাম উৎসব, মামুনুর রশীদ মুন্না, নিয়াজ ইকবাল সুজাত, মনিরুজ্জামান, মুস্তাফিজুর রহমান, মাহাদি আলম, এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ আরও অনেকে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই আয়োজন ফার্মাসিস্ট সমাজে জ্ঞান, আত্মজাগরণ ও ঐক্যের নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।

আরটিভি/এআর -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission