সচিবালয়ে ঢুকে পুলিশ সদস্যকে পেটালেন শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ০৫:০৩ পিএম


সচিবালয়ে ঢুকে পুলিশ সদস্যকে পেটালেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর সচিবালয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মিছিলসহকারে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন তারা।

এর আগে, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাচ ভাঙচুর করেন। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান তারা।

বিজ্ঞাপন

এ সময়ের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-০৫ এর সামনে পুলিশ সদস্যকে পেটাচ্ছেন একদল শিক্ষার্থী। পরে পুলিশ সদস্যরা ছাত্রদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ভিডিওটি নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের লেখেন, এরা কারা, কি চায়? আর আজকে সকাল থেকে কিছু মানুষ এইভাবে অনলাইনে উষ্কানি দিতেছেন কেন? আপনারাও বা কি চান?

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission