গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৩:২৬ পিএম


গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
ছবি: এএফপি

চলমান নারী কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এবার ‘বি’ গ্রুপে শীর্ষে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। ফাইনালে উঠতে তারা লড়াই করবে উরুগুয়ের বিপক্ষে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) গ্রুপপর্বের চতুর্থ ও শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে ব্রাজিল।

এদিন ম্যাচের মাত্র ২৪ মিনিটেই গোলরক্ষক লোরেনা ডি সিলভা লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়েছিল সেলেসাওরা। কলম্বিয়ার দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ঠেকাতে এগিয়ে এসে বক্সের বাইরে বল ধরে ভুল করে বসেন তিনি। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

সহকারী রেফারি মারিয়ানা আকুইনোর সঙ্গে পরামর্শের পর রেফারি মিলাগ্রোস আরুয়েলা লোরেনাকে লাল কার্ড দেখান। এরপর ক্লদিয়া বদলি গোলরক্ষক হিসেবে নামলেও মাঠে ব্রাজিল বাকি সময় একজন কম নিয়েই খেলতে হয়। 

বিজ্ঞাপন

যদিও প্রতিপক্ষের ঘাটতির সুযোগ কাজে লাগিয়ে ডেডলক ভাঙতে পারেনি কলম্বিয়া। ভ্যালেরিন লোবোয়া এবং মায়রা র‌্যামিরেজের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে রানার্স আপ হয়ে সেমিতে জায়গা পেয়েছে কলম্বিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

একজন কম নিয়েও হার এড়ানোয় খুশি ব্রাজিলিয়ান তারকা গাবি পোর্তিলহো, আমরা জানতাম কঠিন ম্যাচ অপেক্ষা করছে, তবে একজন কম নিয়ে খেলে এই ফলাফলে আমরা গর্বিত। এখন কিছুটা বিশ্রাম নিয়ে সেমিফাইনাল নিয়ে ভাবতে হবে।

আগামী মঙ্গলবার ভোর ৬টায় প্রথম সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এ ছাড়া দ্বিতীয় সেমিতে লড়বে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিল ও ‘এ’ গ্রুপের রানার্সআপ উরুগুয়ে। বুধবার ভোর ৬টায় তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission