এবারের নারী কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। এবার তাদের পথ অনুসরণ করলো ব্রাজিল।
বুধবার (২৩ জুলাই) ইকুয়েডরের স্তাদিও গঞ্জালো পোজো রিপালদা স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্যানারিনহাসরা।
ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন রিয়াল মাদ্রিদের ফুলব্যাক ইয়াসমিন। তিনি দুটি ফ্রি কিক থেকে গোল করে দলকে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে দেন (২৭ ও ৩৯তম মিনিটে)। দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জেলিনার পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান আমান্দা গুতিয়েরেস (৬০ মিনিট)।
চার মিনিট পর প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ দেন ক্লদিয়া মার্তিনেজ ওভানদো। তবে ৬৯তম মিনিটে আবারও অ্যাঞ্জেলিনার পাস থেকেই গোল করে ৪-১ ব্যবধান নিশ্চিত করেন দুদা স্যাম্পাইও।
পুরো ম্যাচজুড়েই আধিপত্য করে খেলে ব্রাজিল। তারা ৬৯ শতাংশ বল দখলে রেখে নেয় ১৯টি শট, যার ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে প্যারাগুয়ের শট ছিল ৭টি, তাও ৫টি লক্ষ্যে। কিন্তু ব্রাজিলিয়ান গোলরক্ষক লোরেনাকে দ্বিতীয়বার পরাস্ত করতে পারেনি তারা।
এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে শিরোপাধারীরা। নারী কোপা আমেরিকায় টানা পঞ্চম ও সবমিলিয়ে নবম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলছে ব্রাজিল। এর আগে তারা ভেনেজুয়েলাকে ২-০ ও বলিভিয়াকে ৬-০ গোলে হারায়।
অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পর চিলিকে হারায় ২-১ ব্যবধানে। এরপর মঙ্গলবার (২২ জুলাই) পেরুর বিপক্ষে ৮৮তম মিনিটে ইয়ামিলা রদ্রিগেজের একমাত্র গোলে জয় পায় তারা।
ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে থাকায় সেমিফাইনালে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। তবে ২০২৫ নারী কোপা আমেরিকার ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহুল প্রতীক্ষিত লড়াই দেখা যেতে পারে—যা হতে পারে ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত।
আরটিভি/এসকে