নারী বিদ্বেষী মন্তব্যে ক্ষমা চাইলেন হাভিয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ০৭:৪৫ পিএম


হাভিয়ের  হার্নান্দেজ
ছবি: সংগৃহীত

নারী বিদ্বেষমূলক মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা স্ট্রাইকার ও মেক্সিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ। তবে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছেন এই মেক্সিকান তারকা।

বিজ্ঞাপন

সম্প্রতি টিকটকে দেওয়া এক ভিডিওতে হার্নান্দেজ বলেছিলেন, নারী হওয়াকে ভয় পেয়ো না, পুরুষের নেতৃত্ব মেনে নাও। তোমরা ভুল করছো, তোমরা পুরুষত্বকে ধ্বংস করছো, সমাজকে অতিসংবেদনশীল করে তুলছো। এই মন্তব্যকে ঘিরেই শুরু হয় তুমুল বিতর্ক।

মেক্সিকো ফুটবল ফেডারেশন (এফএমএফ) হার্নান্দেজের বক্তব্যকে নারী বিদ্বেষমূলক এবং ক্রীড়াঙ্গনে লিঙ্গ সমতার পরিপন্থী বলে উল্লেখ করেছে। সংগঠনটি তাকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে আরও সতর্ক থাকার নির্দেশ দেয়।

বিজ্ঞাপন

সমালোচনার মুখে পরে ইনস্টাগ্রামে এক পোস্টে দুঃখ প্রকাশ করে হার্নান্দেজ লেখেন, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। আমি শিখছি, ভাবছি এবং ভবিষ্যতে আরও সংবেদনশীলভাবে কথা বলার প্রতিশ্রুতি দিচ্ছি।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউমও। তিনি বলেন, চিচারিতো খুব ভালো ফুটবলার হতে পারে, কিন্তু নারীদের সম্পর্কে তার ধারণা অত্যন্ত নারীবিদ্বেষী। তার এখনো অনেক কিছু শেখার আছে।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১০ সালে চিভাস থেকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান হার্নান্দেজ। এরপর তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, ওয়েস্ট হ্যাম, সেভিয়া ও এলএ গ্যালাক্সির মতো ক্লাবগুলোতে। ২০২৩ সালে আবারও চিভাসে ফিরে যান এবং বর্তমানে সেখানে দুই বছরের চুক্তিতে খেলছেন। 

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission