১১৪৩ কোটি টাকায় ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রায়ান এমবেউমো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ০১:৪৫ পিএম


ব্রায়ান এমবেউমো
ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগে ব্যর্থতার গ্লানি মুছতে দলবদলের বাজারে বড়সড় পরিবর্তনের পথে হেঁটেছে ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটন থেকে ম্যাথিয়াস কুনিয়াকে দলে ভেড়ানোর পর এবার ক্যামেরুনের উইঙ্গার ব্রায়ান এমবেউমোকে রেকর্ড অর্থ খরচ করে দলে টেনেছে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

বিজ্ঞাপন

ইএসপিএনের খবরে বলা হয়েছে, ব্রেন্টফোর্ড থেকে এই ২৫ বছর বয়সী উইঙ্গারকে কিনতে ৭০ মিলিয়ন পাউন্ড (প্রায় ১১৪৩ কোটি ৭১ লাখ টাকা) খরচ করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। চলতি দলবদলে এটি ইউনাইটেডের দ্বিতীয় সাইনিং।

গত মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন এমবেউমো। ব্রেন্টফোর্ডের হয়ে ৩৮ ম্যাচে করেছেন ২০ গোল ও ৭ অ্যাসিস্ট। ছয় বছরের ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ২৪২ ম্যাচ, গোল ৭০টি আর অ্যাসিস্ট ৫১টি।

বিজ্ঞাপন

দলবদলের শুরু থেকেই এমবেউমোকে পেতে আগ্রহী ছিল ইউনাইটেড। তবে ব্রেন্টফোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছিল—কুনিয়ার (৬২.৫ মিলিয়ন পাউন্ড) থেকেও বেশি খরচ না করলে তাকে ছাড়বে না। দীর্ঘ দর কষাকষির পর শেষ পর্যন্ত রফা হয় দুই ক্লাবের মধ্যে।

শুধু ইউনাইটেড নয়, নিউক্যাসল ইউনাইটেড, টটেনহ্যাম, আর্সেনাল ও চেলসিও ছিল এমবেউমোকে দলে টানার দৌড়ে। তবে শেষ হাসি হেসেছে ম্যানচেস্টার ইউনাইটেডই।

ফ্রান্সে জন্ম নেয়া এমবেউমো ২০২১ সাল পর্যন্ত খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলে। তবে সিনিয়র ক্যারিয়ারে বেছে নিয়েছেন পূর্বপুরুষের দেশ ক্যামেরুনকে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে করেছেন ৬ গোল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মঙ্গলবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে রওনা দেবে ইউনাইটেড। শিকাগো, নিউ ইয়র্ক ও আটলান্টায় ৩টি প্রীতি ম্যাচ খেলবে তারা। সেখানেই নতুন সাইনিং এমবেউমোর অভিষেকের সম্ভাবনা রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের জন্য এটি হতে পারে আগামী মৌসুমের রূপ পাল্টানো এক সাইনিং।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission