বান্ধবীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মাঠেও অনিশ্চিত গার্নাচো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৪:২৫ পিএম


আলেহান্দ্রো গার্নাচো
ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের অবস্থান যখন টালমাটাল, ঠিক তখনই ব্যক্তিগত জীবনেও অনিশ্চয়তার মুখে পড়েছেন আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। ইংলিশ ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে, আর এ সময়েই বান্ধবী ইভা গার্সিয়ার সঙ্গে তার সম্পর্ক নাকি ভেঙে গেছে এমন গুঞ্জন ছড়িয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে।

বিজ্ঞাপন

ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর হতাশাজনক এক মৌসুম পার করেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগ শেষ করেছে ১৫ নম্বরে। নতুন কোচ রুবেন অ্যামোরিম দলে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন। তবে তার পরিকল্পনায় নাকি জায়গা হচ্ছে না গার্নাচোর। ফলে দল ছাড়ার গুঞ্জন জোরাল হচ্ছে। ইতালির ক্লাব নাপোলিকে সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখা হচ্ছে।

এদিকে গার্নাচো ও গার্সিয়ার সম্পর্কেও দেখা দিয়েছে টানাপড়েন। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে গার্নাচোকে আনফলো করেছেন ইভা গার্সিয়া। পাশাপাশি স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ওনা গনফাউসের সঙ্গে গার্নাচোর নাম আবারও জড়িয়েছে। গত বছরও এমন গুঞ্জনের মধ্যেই সম্পর্ক ছেদ হয়েছিল তাদের, যদিও পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। একমাত্র সন্তান এনজোকে নিয়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তও বারবার ধরা পড়েছে সামাজিক মাধ্যমে। তবে এবার আবারও একসঙ্গে ক্যারাভান ট্রিপে দেখা গেছে গার্নাচো ও গনফাউসকে। তাই গার্সিয়ার সঙ্গে গার্নাচোর সম্পর্কে ফের ফাটলের ইঙ্গিত মিলছে।

বিজ্ঞাপন

8593160

ফুটবল বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত জীবনের জটিলতার পাশাপাশি পেশাদার ক্যারিয়ারেও কঠিন সময় পার করছেন এই উইঙ্গার। প্রাক-মৌসুম প্রস্তুতিতে তাকে নিঃসঙ্গভাবে অনুশীলন করতে দেখা গেছে। গার্নাচোর মতে, সময়টা সবার জন্যই কঠিন। এই ফাইনাল এবং লিগে আমাদের অবস্থানই এখন বাস্তবতা। ফাইনালের আগ পর্যন্ত আমি প্রতিটি রাউন্ডে ছিলাম, কিন্তু আজ মাত্র ২০ মিনিট খেলার সুযোগ পেলাম। আমি জানি না…এই গ্রীষ্মটা উপভোগের চেষ্টা করব এবং দেখা যাক কী ঘটে।

২০২০ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ইউনাইটেডের একাডেমিতে যোগ দেন গার্নাচো। এরপর সিনিয়র দলে ১৪৪ ম্যাচে করেছেন ২৬ গোল, করিয়েছেন ২২টি অ্যাসিস্ট। সর্বশেষ মৌসুমে তিনি ৫৮ ম্যাচে খেললেও, কোচের প্রথম পছন্দ ছিলেন না এটা বেশ স্পষ্ট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সব মিলিয়ে, মাঠের ভেতরে ও বাইরে দুই জায়গাতেই এক অনিশ্চয়তার ঘূর্ণিতে আছেন আর্জেন্টাইন তরুণ তারকা। ভবিষ্যৎ কোথায় নিয়ে যায় গার্নাচোকে, সেটিই এখন দেখার বিষয়।   

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission