২০২২ সালের ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর এবার অলিম্পিক আয়োজনের উদ্যোগ নিয়েছে কাতার। ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে বিড জমা দিয়েছে উপসাগরীয় এই ধনী দেশটি।
মঙ্গলবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি বলেন, ‘এই বিড কাতারের ক্রীড়াঙ্গনের জন্য একটি নতুন মাইলফলক। ২০২২ বিশ্বকাপের সফল আয়োজনের অভিজ্ঞতাই আমাদের বর্তমান পদক্ষেপের ভিত্তি।’
কাতার অলিম্পিক কমিটির (কিউওসি) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল-থানি জানান, রাজধানী দোহাকে ক্রীড়ানীতির কেন্দ্রবিন্দুতে রেখেই অলিম্পিক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার ভাষায়, ‘আমরা প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামোর ৯৫ শতাংশ ইতোমধ্যে প্রস্তুত করেছি। বাকি সুবিধাগুলোর জন্য রয়েছে একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা।’
অলিম্পিক গেমসের আয়োজক নির্বাচন সাধারণত অঞ্চলভিত্তিক আবর্তন অনুযায়ী হয়। ইতোমধ্যে ২০২৪, ২০২৮ এবং ২০৩২ সালের আসর ইউরোপ, উত্তর আমেরিকা ও ওশেনিয়ায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই ২০৩৬ সালের আয়োজক হিসেবে এশিয়া অথবা আফ্রিকার কোন দেশকে বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি।
এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদ্য নির্বাচিত নারী প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রির জন্য এটি হতে যাচ্ছে এক বড় পরীক্ষা। অলিম্পিকের মতো বৃহৎ আয়োজনের স্বাগতিক নির্বাচনের মাধ্যমে তার নেতৃত্বে আইওসি নতুন দিকেই এগোতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যদি বিড সফল হয়, তবে কাতারই হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রথম অলিম্পিক আয়োজক দেশ।
আরটিভি/এসকে -টি