আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বার্ষিক সাধারণ সভা। যেখানে অংশ গ্রহণের জন্য অলিম্পিক ডিসিপ্লিনের ২৪ ফেডারেশন দু’জন করে ও নন অলিম্পিক ৩ ফেডারেশন এক জন করে তাদের প্রতিনিধির নাম বিওএ’তে পাঠিয়েছে। কিন্তু প্রতিনিধির নাম পাঠায়নি বাফুফে।
রোববার (২৮ জুলাই) নিজেদেরে অফিসিয়াল ওয়েবসাইটে এজিএমের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। যেখানে নাম নেই বাফুফের কারও।
কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। এই নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর। তার ভাষ্য, ‘বিওএ নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে আমরা গ্রহণ করব।’
বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। বাফুফে সূত্রের খবর, এই এজিএমে বাফুফে কোনো প্রতিনিধির নাম দিতে ইচ্ছুক নয়। সামনে বিওএ নির্বাচনের সময় তাদের প্রতিনিধির নাম প্রেরণ করবে।
এদিকে বিওএ’তে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। এতদিন বিওএ’তে ক্রিকেট বোর্ডের একটি কাউন্সিলরশিপ ছিল।
কিন্তু ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি হওয়ায় আগামী পরশু এজিএমে অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে ক্রিকেট বোর্ড দু’টি কাউন্সিলরশিপ পেয়েছে অন্য অলিম্পিক ডিসিপ্লিন ফেডারেশনের মতো।
আরটিভি/এসআর/এআর