পাকিস্তানের পর্বতে প্রাণ হারালেন অলিম্পিকে স্বর্ণজয়ী জার্মান তারকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ০১:২৭ পিএম


পাকিস্তানের পর্বতে প্রাণ হারালেন অলিম্পিকে স্বর্ণজয়ী জার্মান তারকা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার লায়লা পিক পর্বতের উচ্চতা প্রায় ১৮ হাজার ৭০০ ফুট (৫ হাজার ৭০০ মিটার)। যেখানে পর্বতারোহণ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী জার্মান ক্রীড়াবিদ লওরা ডাহলমেয়ার। জার্মান এই অ্যাথলেটসের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) দুপুরে কারাকোরামে পাথরধসের ঘটনা ঘটে। এ সময় ডাহলমেয়ারের ক্লাইম্বিং পার্টনার কোনোভাবে নিরাপদে ফিরে এসে সাহায্যের জন্য সংকেত পাঠান। 

কিন্তু স্থানটি এতটাই দুর্গম ও বিপজ্জনক ছিল যে, উদ্ধার অভিযান বন্ধ করে দিতে হয়। সেখানকার আবহাওয়া চরমভাবে প্রতিকূল ছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আরিব আহমেদ মুখতার।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ডাহলমেয়ারের টিম থেকে বলা হয়, পাথরধসে ডাহলমেয়ার মারাত্মকভাবে আহত হন এবং উদ্ধারকাজ সম্ভব হয়নি। হেলিকপ্টার দিয়ে পৌঁছানো সম্ভব ছিল না এবং পর্বতের অবস্থান অত্যন্ত দুর্গম। পরবর্তী সময়ে হেলিকপ্টার আকাশ থেকে ওভারফ্লাই করে দেখলেও কোনো জীবনের চিহ্ন মেলেনি।

বিজ্ঞাপন

একটি গ্রাউন্ড রেস্কিউ টিম, যেখানে ছিলেন তিনজন আমেরিকান ও একজন জার্মান পর্বতারোহী, লওরাকে উদ্ধারের চেষ্টা করলেও পাথরধসের ঝুঁকি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিশন ব্যর্থ হয়। 

বিজ্ঞাপন

AFP__20190310__1EG01X__v1__HighRes__BiathlonWorldSweWomenPursuitPodium

জানা গেছে, জুন মাসের শেষ দিক থেকে পাকিস্তানে ছিলেন ডাহলমেয়ার এবং ইতোমধ্যে তিনি গ্রেট ট্র্যাঙ্গো টাওয়ার জয় করেছিলেন।

লওরা ডাহলমেয়ার ছিলেন একজন অসাধারণ বায়াথলেট। তিনি সাতটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক জিতেছেন। ২০১৮ উইন্টার অলিম্পিকে স্প্রিন্ট ও পারস্যুট—দুই ইভেন্টেই স্বর্ণ জিতে ইতিহাস গড়েন। 

২০১৯ সালে মাত্র ২৫ বছর বয়সে অবসর নেন পেশাদার খেলা থেকে। অবসর নেয়ার পর তিনি জার্মান সম্প্রচার সংস্থা জেডডিএফ-এ ‘বায়াথলন ধারাভাষ্যকার’ এবং একজন প্রশিক্ষিত পর্বতারোহী ও গাইড হিসেবে কাজ করতেন। 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission