বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার লেস্টারে দেখা গেল ক্রিকেট ইতিহাসের এক ব্যতিক্রমী ও বিস্ময়কর মুহূর্ত। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ও পাকিস্তান চ্যাম্পিয়নসের মধ্যকার ম্যাচের শেষটা হলো এমন এক ওভারে, যা হয়তো টুকরো হাস্যরস হলেও বোলার জন হেস্টিংসের জন্য এক দুঃস্বপ্ন।
মাত্র ৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭.৫ ওভারেই জয় তুলে নেয় পাকিস্তান। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে শেষদিকে, যখন বল হাতে আসেন অস্ট্রেলিয়ার জন হেস্টিংস। ম্যাচ প্রায় শেষ, প্রয়োজন মাত্র ২০ রান এই সময় হেস্টিংস দিলেন এক অভাবনীয় ওভার। ওভারে মোট ১৮টি বল হয়, এর মধ্যে ১২টি ওয়াইড, একটি নো বল হয়। ধারাভাষ্যকাররাও হতবাক হয়ে যান, দর্শকরাও স্তব্ধ এই ওভার দেখে। কিন্তু ম্যাচ শেষ হলেও ওভার শেষ হয়নি! এমন দৃশ্য দেখে হতাশ ব্রেট লি মাথা থেকে টুপি খুলে দাঁড়িয়ে পড়েন, যেন বোঝাতেই পারছেন না কী ঘটছে।
টস জিতে পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠালে শুরুটা হয় ভালো। ওপেনিংয়ে কিছুটা প্রতিরোধ গড়লেও সাঈদ আজমলের স্পিন-ঝড়ে তা ভেঙে পড়ে। আজমল ৪ ওভার বল করে ১৬ রানে ৬ উইকেট, ইমাদ ওয়াসিম নেন ২ উইকেট। আর অস্ট্রেলিয়া শেষ ৮ উইকেট হারায় মাত্র ৩৯ বলে, সবমিলিয়ে ৭৪ রানেই অলআউট।
পাকিস্তানের দুই ওপেনার শারজিল খান (৩২*) ও সোহায়ব মাকসুদ (২৮*) মিলে কোনো উইকেট না হারিয়ে সহজেই জয় তুলে নেন। ব্যাট হাতে তারা ছিলেন পুরোপুরি নিয়ন্ত্রণে।
এই জয়ে পাকিস্তান চ্যাম্পিয়নস টেবিলের শীর্ষে উঠে এলেও সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত চ্যাম্পিয়নসকে ঘিরে রয়েছে বড় প্রশ্ন। পেহেলগাম হামলা ও রাজনৈতিক উত্তেজনার জেরে ভারত আগের ম্যাচ বয়কট করেছিল, ফলে এই হাইভোল্টেজ সেমিফাইনাল আদৌ মাঠে গড়াবে কি না, তা এখন সময়ই বলে দেবে।
এক দিকে আজমলের ঐতিহাসিক বোলিং স্পেল, অন্যদিকে হেস্টিংসের ‘দুঃস্বপ্নের ওভার’—এই ম্যাচ নিঃসন্দেহে স্থান করে নেবে ক্রিকেট ইতিহাসের ব্যতিক্রমী মুহূর্তগুলোর তালিকায়।
আরটিভি/এসকে