ভারতকে হারিয়ে জরিমানার মুখে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৭:৪১ পিএম


ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় পেলেও শাস্তি এড়াতে পারেনি ইংল্যান্ড। পাঁচ দিনের টানটান উত্তেজনার লড়াই শেষে ভারতকে ২২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলেও মন্থর ওভার রেটের কারণে ইংলিশদের গুণতে হয়েছে জরিমানা। 

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইংল্যান্ড দলের ২ পয়েন্ট কেটে নিয়েছে। একইসঙ্গে ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। তবে একই ইস্যুতে ভারতও অভিযোগের মুখে পড়লেও অল্পের জন্য তারা জরিমানা থেকে রেহাই পেয়েছে।

লর্ডস টেস্টে প্রায় প্রতিদিনই খেলার সময় বাড়াতে হয়েছে। প্রথম চার দিনে আধা ঘণ্টা করে খেলা বাড়ানো হলেও পুরো ৯০ ওভার করা যায়নি কোনো দিনই।

বিজ্ঞাপন

পাঁচ দিনে ওভারের হিসাব:

প্রথম দিন খেলা হয় ৮৩ ওভার (পুরোটাই ভারত বোলিং করেছে)

দ্বিতীয় দিন ৭২.২ ওভার: ভারত ২৩.২ ওভার, ইংল্যান্ড ৪৯ ওভার

বিজ্ঞাপন

তৃতীয় দিন ৭৭.২ ওভার: ইংল্যান্ড ৭৬.২ ওভার, ভারত ১ ওভার

বিজ্ঞাপন

চতুর্থ দিন ৭৮.৫ ওভার: ভারত ৬১.১ ওভার, ইংল্যান্ড ১৭.৪ ওভার

পঞ্চম দিন ৫৭.১ ওভার: পুরোটাই ইংল্যান্ড বোলিং করেছে

সব মিলিয়ে পাঁচ দিনে খেলা হয়েছে মোট ৩৬৮.১ ওভার। যেখানে নির্ধারিত ছিল ৪৫০ ওভার (৯০ ওভার x ৫ দিন)। এর মধ্যে ভারত বল করেছে ১৬৬.১ ওভার, ইংল্যান্ড বল করেছে ২০২ ওভার।

তবে জরিমানা পেল শুধু ইংল্যান্ডই, কেন? আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ইনিংসে ৮০ ওভারের বেশি বল না হলে ওভার রেট গণনার জন্য সেই ইনিংস ধরা হয় না। এই নিয়মে ভারতীয় ইনিংসগুলো জরিমানার আওতায় আসেনি, কারণ তারা ৮০ ওভারের আগেই অলআউট হয়ে গিয়েছিল। তবে ইংল্যান্ডের ইনিংসে ৮০ ওভারের বেশি বল হয়েছে, এবং মন্থর বোলিংও সেখানে স্পষ্ট।

আরও পড়ুন

ফলে আইসিসির নিয়ম মেনেই ইংল্যান্ডকে পয়েন্ট কাটা ও আর্থিক জরিমানা গুণতে হয়েছে। জয়ের আনন্দের মাঝে এ শাস্তি কিছুটা হলেও ধাক্কা হিসেবে এসেছে ইংল্যান্ডের জন্য। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission