টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা বাড়াতে যাচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ জুলাই ২০২৫ , ০৪:৪৫ পিএম


টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সংখ্যা বাড়াতে যাচ্ছে আইসিসি
ছবি: এএফপি

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। যে আসরে অংশগ্রহণ করবে ২০টি দল। তবে এরপরের আসর থেকে দলসংখ্যা বাড়িয়ে ৩২ করার কথা ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরে ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত হওয়া আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফোর্বস।

প্রতিবেদনে জনানো হয়েছে, ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ ৩২ দলে সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৬ সদস্যের একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে আইসিসি। এই গ্রুপের নেতৃত্বে আছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ এবং ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেট পাওয়ার হাউসের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন
আরও পড়ুন

মূলত, ইতালির মতো ছোট দেশগুলোর সাফল্যের পরই নতুন করে ভাবছে আইসিসি। সম্প্রতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে ইতালি। গেল বিশ্বকাপেও সহযোগী সদস্যগুলো চমক দেখিয়েছিল। 

বিজ্ঞাপন

প্রথমবারের মতো অংশ নিয়েই সুপার এইটে খেলেছিল যুক্তরাষ্ট্র। ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে ক্রিকেটের প্রসার আইসিসিকে ৩২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে অনুপ্রাণিত করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৭ সালে ১২ দল নিয়ে যাত্রা শুরু হয় টি-২০ বিশ্বকাপের। প্রথম আসরে তুমুল জনপ্রিয়তা পায় এই ফরম্যাটের বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় গেল দেড় যুগে অনুষ্ঠিত হয়েছে ৯টি আসর। 

প্রথম ৪টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১২ দল নিয়ে। পরের ৪টি টুর্নামেন্টে অংশ নেয় ১৬টি করে দল। সবশেষ আসরে প্রথমবারের মতো অংশ নেয় ২০ দল। ২০২৮ আসরে দলসংখ্যা বাড়িয়ে ৩২ করার কথা ভাবছে আইসিসি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission