মাঠে না নেমেই বিরাট কোহলির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৬:৫৭ পিএম


বিরাট কোহলি
ছবি: সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেট মাঠে না নামলেও গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড। একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৯০০ বা তার বেশি রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি থেকে অবসরের পরও কোহলির রেটিং পয়েন্ট বেড়েছে। সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী, তার টি-টোয়েন্টি ব্যাটিং রেটিং এখন ৯০৯ যা তার ক্যারিয়ারসেরা। এর আগে এই ফরম্যাটে কোহলির সর্বোচ্চ রেটিং ছিল ৮৯৭। বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে রেটিংয়ে তিনি আছেন তৃতীয় স্থানে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের ডাওইড মালান (৯১৯) এবং ভারতের সূর্যকুমার যাদব (৯১২)।

টেস্ট ক্রিকেটে কোহলির ক্যারিয়ারসেরা রেটিং ছিল ৯৩৭, যা তিনি অর্জন করেন ২০১৮ সালে ইংল্যান্ড সফরে অসাধারণ পারফরম্যান্স করে। একই বছর ওয়ানডে ক্রিকেটেও তিনি ছুঁয়েছিলেন ৯০৯ রেটিং পয়েন্ট।

বিজ্ঞাপন

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান কোহলি। টেস্ট ক্রিকেট থেকেও তিনি অবসর নেন চলতি বছরের আইপিএলের সময়। দেশের মাটিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে রানখরা এবং ইংল্যান্ড সফরে দলে জায়গা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এমন সিদ্ধান্ত নেন তিনি।

বর্তমানে কোহলি কেবল ওয়ানডে ফরম্যাটে সক্রিয় রয়েছেন। তার লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, যেখানে শিরোপা জয়ের মাধ্যমে জাতীয় দলকে বিদায় জানাতে চান তিনি ও রোহিত শর্মা।

আরও পড়ুন

অবসরের পরও বিরাট কোহলির অর্জন প্রমাণ করে, তার প্রভাব ক্রিকেটবিশ্বে কতটা গভীর। তিন ফরম্যাটে ৯০০+ রেটিং পয়েন্ট অর্জনের একমাত্র কীর্তি তাকে আরও একবার প্রতিষ্ঠিত করল আধুনিক ক্রিকেটের কিংবদন্তি হিসেবে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission